Post Office Group-D Recruitment 2022 : পোস্ট অফিসে গ্রুপ ডি পদে নিয়োগ | যোগ্যতা অষ্টম পাশ |

WhatsApp Group Join Now
Google News Follow

Post Office Group-D Recruitment 2022 : পোস্ট বিভাগ তথা পোস্ট অফিস এ মূলত গ্রুপ ডি পদে
কর্মী নিয়োগ করা হবে। অষ্টম পাশে এখানে আবেদন জানাতে পারেন। মাসে কর্মীদের ভালো অঙ্কের
টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে কিছু যোগ্যতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা(Age Limit of the Candidates):  প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 30 বছর । রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন(Monthly Salary): মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা তথা 20 হাজার কাছাকাছি থেকে শুরু হচ্ছে। এই বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।

আবেদন পদ্ধতি(How to Apply): অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদনপত্র জমা করুন,

  • সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে
    নিন।

Click Here for Official Notification & Application Form: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng_01.pdf

  • নিচে লিঙ্ক দেওয়া হয়েছে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এর, এটি ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
  • এরপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নেবেন
  • সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ইত্যাদি সঙ্গে রাখবেন।
  • একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মে একটি সিগনেচার করবেন নিজের।
  • সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট(Important Documents Require):-  আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন সেগুলি হলো,

  • বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  •  নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

নিয়োগকারী সংস্থা ও পদের নাম (Name of the Recruiter & Name of the Post):-  ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট তথা পোস্ট অফিস থেকে নিয়োগের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন গ্রুপ ডি জাতীয় পদে কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। যেমন, এমভি মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, পেইন্টার এবং টায়ারম্যান ইত্যাদি।

আবেদনের সময়সীমা(Last Date of Submission Application): আগামী 19/10/2022 তারিখের
মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র স্পীড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।

Click Here for Official Website : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

আরও পড়ুন : Post Office Recruitment 2022 : পোস্ট অফিসে প্রায় ১ লক্ষ পদে নিয়োগ,আবেদনের প্রক্রিয়া-যোগ্যতা-বেতন!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles