Post Office Recruitment 2022 : পোস্ট অফিসে প্রায় ১ লক্ষ পদে নিয়োগ,আবেদনের প্রক্রিয়া-যোগ্যতা-বেতন!

Join Our WhatsApp Group For New Update

Post Office Recruitment 2022 : বেশ কয়েকটি পদে এক লক্ষ (1 লক্ষ) কর্মী (Recruit)নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের  (Ministry of Communication) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিসে।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয়(Indian Post Office) ডাক বিভাগে।এক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ।

তবে  ইন্ডিয়া পোস্ট অফলাইন মাধ্যমেও এই পদগুলির জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। যোগ্য প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট indiapost.gov.in থেকে বিজ্ঞপ্তি দেখতে পারেন।

Click Here for Official Website

আবেদন পদ্ধতি(How to Apply) : – 

১। আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(Online) আবেদন করতে হবে।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ভারতীয় ডাক বিভাগের ওয়েব সাইটে  (indiapost.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড
করতে হবে।

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই(Signature) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

পদের নাম:

 ১.পোস্টম্যান (POSTMAN):-

শূন্য পদ- ৫৯০৯৯ টি

বয়স- ১৮ থেকে ৩২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

২.মেইল গার্ড (MAIL GUARD):-

শূন্য পদ- ১৪৪৫ টি।

বয়স সীমা- ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

৩.মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF):-

শূন্য পদ- ৩৭৫৩৯ টি।

বয়স সীমা – ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

আবেদন জানানোর শেষ সময়সীমা :- আবেদন জানানোর শেষ সময়সীমা উল্লেখিত পদগুলির ক্ষেত্রে
30/11/2022

আরও পড়ুন : CISF Recruitment 2022 | সিআইএসএফ নিয়োগ ২০২২: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশেই ৯২,৩০০/- টাকা পর্যন্ত বেতনে CISF-এ চাকরির সুযোগ !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles