Rail Coach Factory Recruitment 2024 : রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ (Rail Coach Factory Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। অসংখ্য শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1CtoyUCE3ZZzwHxXDKjgmjKIWGawjGGZ8/view?usp=sharing
নিয়োগকারী সংস্থা : রেল মন্ত্রক (Ministry of Railways) এর তত্ত্বাবধানে ভারতীয় রেল এর অধীনে রেল কোচ ফ্যাক্টরিতে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম : প্রার্থীদের এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে যেসব ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে –
- ফিটার।
- ওয়েল্ডার।
- মেশিনিস্ট।
- পেইন্টার।
- কারপেন্টার।
- ইলেকট্রিশিয়ান।
- এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক।
শূন্যপদ : 550 টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ ও তার সাথে সাথে আই টি আই পাশ করে থাকতে হবে।
বয়সসীমা : 15-24 বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন জানাতে পারবেন।
- ভারতীয় রেল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে যেতে হবে।
Click here for Official Website : https://rcf.indianrailways.gov.in/
- প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
Click here for Apply Online : https://pardarsy.railnet.gov.in/apprentice/
- নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি দিতে হবে।
- নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে।
- গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে আপলোড করুন।
- সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে নিন।
আবেদনের সময়সীমা : আগামী 09/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : Kolkata Police Recruitment 2024 : কলকাতা পুলিশের অধীনে নিয়োগ !!! ডাটা এন্ট্রি অপারেটর পদ এ !!!