Railway Group-C Recruitment : ন্যাশানাল হাই স্পীড রেল কর্পোরেশন লিমিটেড(NHSRCL) এর তরফ থেকে কর্মী নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ কর্মী নেওয়া হবে। আর সেই সব কর্মীদের কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী পদে মাসিক মাসিক মোটা অংকের বেতনে নিয়োগ করা হবে।
ভারতের একজন স্থায়ী নাগরিক হলেই এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলেই এক্ষেত্রে আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/18CXRAszUoygydcj51RWclcIuy_rBwhxG/view?usp=share_link
আবেদন পদ্ধতি(Application Process): ন্যাশানাল হাই স্পীড রেল কর্পোরেশন লিমিটেড(NHSRCL) এর পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATES : https://drive.google.com/file/d/1Z60BIAigbVe_BfS8xCkozR7919ZAUndT/view?usp=share_link
অফিসিয়াল ওয়েবসাইট www.nhsrcl.in এ গিয়ে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ই-মেইল ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করতে হবে।
Click here for Official Website : www.nhsrcl.in
Click here for 1st time Registration : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82927/Registration.html
Click here If Already Registered : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82927/login.html
সবশেষে সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
শূন্যপদ(Vacancy Details) : ন্যাশানাল হাই স্পীড রেল কর্পোরেশন লিমিটেড(NHSRCL) এর অধীনে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। যে যে স্থায়ী পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Technician
- Junior Engineer
অন্যদিকে, যে যে অস্থায়ী পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Assistant Manager (Civil)
- Assistant Manager (Planning)
- Assistant Manager (Human Resource)
- Junior Manager (Civil)
- Junior Manager (Electrical)
প্রয়োজনীয় যোগ্যতা, বয়স ও বেতন(Required Qualification, Age Limit & Salary) :
- Technician
প্রয়োজনীয় যোগ্যতা(Required Qualification) : যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Electrical/ Electronics/Computer Operator এ ITI কোর্স অথবা Electrical/Electronics & Communication/Electronics/Computer Information Technology তে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী ২০-৪০ বছরের মধ্যে।
বেতন(Salary) : প্রতি মাসে ৩৫,০০০-১,১০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
- Junior Engineer
প্রয়োজনীয় যোগ্যতা(Required Qualification) : যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Electronics & Communication/Electronics/Computer Information Technology তে ডিপ্লোমা/B.E/B.Tech কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী ২০-৪৫ বছরের মধ্যে।
বেতন(Salary) : প্রতি মাসে ৪০,০০০-১,২৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
- Assistant Manager (Civil), Assistant Manager (Planning)
প্রয়োজনীয় যোগ্যতা(Required Qualification) : যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ ডিপ্লোমা/B.E/B.Tech কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী ২০-৩৫ বছরের মধ্যে।
বেতন(Salary) : প্রতি মাসে ৫৬,০০০-১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
**বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন**
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস(Important Documents Required) : আবেদন ক্ষেত্রে যে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট (বয়সের প্রমানপত্র হিসেবে)।
- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে)।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমা কোর্স এর মার্কসীট ও সার্টিফিকেট (শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে)।
- ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
- আবেদনকারীর নিজের সিগনেচার।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): উল্লেখিত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে আগামী ৩১/০৫/২০২৩ রাত ১১ টা ৫৫ মিনিটে।
আরও পড়ুন : CCL Recruitment 2023 : কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ ! ১৮ জুন পর্যন্ত চলবে আবেদন ! মাধ্যমিক পাশে আবেদন !