Railway Recruitment 2022 : রেল বিভাগে কর্মী নিয়োগ । গ্রুপ ডি লেভেলের পদে এখানে কর্মীদের নিযুক্ত করা হবে। অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারেন।
Click here for official Notification: https://drive.google.com/file/d/1GyxKStaNMdSkGTMPIpVIKB9sFx0D_gkg/view?usp=share_link
পদের নাম(Name of the Post) : গ্রুপ ডি লেভেলের বেশ কয়েকটি পদে কর্মী নেওয়া হচ্ছে । ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেশিনিস্ট, ফিটার এবং ওয়েলডার ইত্যাদি পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন বিশেষ করে ওয়েলডার পদের জন্য। অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে ।
আবেদন পদ্ধতি(How to Apply): অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
- অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
Click here for Apply Online: https://plw.indianrailways.gov.in/works/dmwadd.jsp?lang=0&id=0,300,733
2. যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন।
Click here if already Registered : https://plw.indianrailways.gov.in/dmwLogin.jsplang=0&id=0,295,333,433,481
- নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য রাখবেন।
- একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সঙ্গে রাখবেন।
- ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে বললে সেগুলি এক এক করে আপলোড করুন।
- সাবমিট বাটনে ক্লিক করে আবেদন শেষে, আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents): আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসাবে।
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
Click here Official Website : https://plw.indianrailways.gov.in/
প্রার্থীর বয়সসীমা(Age Limit): আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 15 বছর। সর্বোচ্চ 24 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে ।
আবেদন ফি(Application Fees): 100/- টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে। SC/ST প্রার্থীদের কোনো রকম ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা(Last Date of Application): আবেদনের শেষ তারিখ16/11/2022। সেক্ষেত্রে আগামী 23/11/2022 তারিখের মধ্যে আবেদন ফি জমা করতে পারবেন।
আরও পড়ুন : DRDO Apprentice Recruitment : DRDO তে বিনামূল্যে প্রশিক্ষণ, স্টাইপেনেড প্রতি মাসে আট হাজার টাকা।