Railway Recruitment 2024 : স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ !!! আবেদন করুন মাধ্যমিক পাশে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Railway Recruitment 2024 : ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Lv7mwuOr4uRl5NKip9_Aj_Q3tlvSeyFk/view?usp=sharing

ভারতীয় রেলের তরফে এই প্রশিক্ষণের। প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।

Employment No. : P/NTPC/SAS/2024/16

প্রশিক্ষণের নাম— Apprenticeship

মোট শূন্যপদ : ৮৬১ টি (UR- ৩৪৫ টি, SC- ১৩১ টি, ST- ৬৭ টি, OBC- ২৩৩ টি, EWS- ৮৫ টি।)।

ট্রেডের নাম :

  • Fitter,
  • Welder,
  • Carpenter,
  • Painter,
  • Turner,
  • Electrician ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা : 

  • যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।
  • অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।

স্টাইপেন্ড :

  • প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন।
  • অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট ?

প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা :

  • আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
  • তপশীলি জাতি, উপজাতি সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

    Age Limit
    Age Limit

আবেদন পদ্ধতি :

  • প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করার পূর্বে অবশ্যই অ্যাপ্রেন্টিশিপ এর নতুন রুল অ্যান্ড রেগুলেশন দেখে নেবেন : Apprenticeship New Rules : শিক্ষানবিশ নতুন নিয়ম !!! বাস্তবায়িত হয়েছে 1-04-2024 থেকে !!!

  • অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.org ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের।

Click here for Apply Online :  www.apprenticeshipindia.org

  • রেজিস্ট্রেশান সম্পূর্ণ করার পর অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
  • যাদের আগে থেকেই রেজিস্ট্রেশান করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন।
  • আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৯ মে, ২০২৪।

আরও পড়ুন : SSC Recruitment 2024 : ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ !!! ৩৭১২টি শূন্যপদ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes