RRB Recruitment 2024 : রেলে 9000 হাজার শূন্যপদ !!! মাধ্যমিক পাস সহ আইটিআই যোগ্যতায় আবেদন জানাতে পারবেন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

RRB Recruitment 2024 : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে RRB টেকনিশিয়ান পদে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। অনলাইনে চাকরি প্রার্থীরা বাড়িতে বসে আবেদন করা যাবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1dzIAV9OnTyAVpNeNuyHe0rfzA-7LQFDz/view?usp=sharing

৯০০০ শূন্যপদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সমস্ত তথ্য নিচে আলোচনা করা হয়েছে।

Organisation (RRB)Railway Recruitment Board
পদের নাম Technician
শূন্যপদ  ৯০০০
Job Govt Jobs
আবেদন পদ্ধতি Online
Website www.rrbcdg.gov.in/

 

পদের নাম : টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ : মোট শূন্যপদ ৯,০০০ হাজার ।

বয়স : প্রার্থীর বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে।

বেতন : প্রতি মাসে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এছাড়াও আইটিআই অথবা SSLC থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা হবে।

  • প্রথমে CBT-I হবে,
  • এরপরে CBT -II নেওয়া হবে,
  • সবশেষে চাকরি প্রার্থীদের Document Verification করানো হবে।

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন জানাতে পারবেন। নিচে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নিজের দায়িত্বে আবেদন করতে পারবেন। মার্চ মাসে এই আবেদন শুরু হবে।

Start Apply Online  March 2024
Apply Last Date  April 2024

 

আরও পড়ুন : Bank of Baroda Recruitment 2024 : ব্যাংক অফ বরোদা -তে নিয়োগ !!! বেতন 48,170/- টাকা |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles