NMDC Apprentice Recruitment 2024 : ন্য়াশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।মাধ্যমিক পাশ সহ আইটিআই করেছেন, এমন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। ন্য়াশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এনএমডিসিতে এক বছরের জন্য শিক্ষানবিশ নেওয়া হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1FcpX_ayfGdpnrJUxPbO3hwHVixGa2gpv/view?usp=sharing
কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয়ে রইল বিস্তারিত।
প্রশিক্ষণ মিলবে কোন কোন বিভাগে?
যে যে বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল—
- মেকানিক্স ডিজেল ইঞ্জিন,
- ফিটার,
- ইলেক্ট্রিশিয়ান,
- ওয়েলদার গ্যাস এবং ইলেকট্রিক,
- মেশিনিস্ট,
- মেকানিক্স মটর ভেহিকল, মাধ্যমিক পাশ করেছেন এবং উল্লিখিত বিভাগে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
Click here for Official Website : www.nmdc.co.in
Click here for More Details Regarding Recruitment : https://www.nmdc.co.in/careers
কারা এ প্রশিক্ষণের সুযোগ পাবেন?
যে সমস্ত প্রার্থী ২০২০ কিংবা তার পরের বছরগুলিতে আইটিআই শংসাপত্র পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
কিভাবে যোগ্যতা যাচাই করা হবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
ইন্টারভিউ তারিখ, ইন্টারভিউ সময় এবং ইন্টারভিউ স্থান।
ইন্টারভিউ তারিখ :
- মেকানিক্স ডিজেল ইঞ্জিন – 22.02.2024
- ফিটার – 23.02.2024
- ইলেক্ট্রিশিয়ান – 24.02.2024
- ওয়েলদার গ্যাস এবং ইলেকট্রিক – 25.02.2024
- মেকানিক্স মটর ভেহিকল – 26.02.2024
- মেশিনিস্ট – 26.02.2024
ইন্টারভিউ সময় : 10.00 AM.
ইন্টারভিউ স্থান : Training Institute, BIOM, Bacheli Complex, Bacheli, Pin Code: 494553, Dist: Dantewada (C.G.).
আরও পড়ুন : RRB Recruitment 2024 : রেলে 9000 হাজার শূন্যপদ !!! মাধ্যমিক পাস সহ আইটিআই যোগ্যতায় আবেদন জানাতে পারবেন !!!