Public Service Commission Recruitment 2024 : পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। কারিগরি শিক্ষা দপ্তরের বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারতীয় যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1k5yyj3W6CGCPHjNJPscTCbjQX9oSRsbh/view?usp=sharing
Employment No.— 02/2024
পদের নাম :
- Foreman,
- Apprenticeship Supervisor
শূন্যপদ : ২৯ টি। (SC- ৭ টি, ST- ৪ টি, OBC- ৬ টি, UR- ২ টি, EWS- ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অটো মোবাইল অথবা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক প্রার্থীকে বাংলা এবং নেপালি ভাষা জানতে হবে।
বেতন : মাসিক ৩৫,৮০০/- থেকে ৯২,১০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
বয়সসীমা : আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :
- পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের।
Click here for Official Website : https://psc.wb.gov.in/index.jsp
- প্রথমে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করে প্রস্তাবিত অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
If You Not Registered then click here for 1st Time Registration for Online Application : https://wbpsc.ucanapply.com/registration?app_id=UElZMDAwMDAwMQ==
Click here If Already Registered then Apply Online : https://wbpsc.ucanapply.com/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
- আবেদনপত্র পূরণ করার পর গুরুত্বপূর্ণ নথিগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হবে।
আবেদন ফি : সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ১৬০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি, ২০২৪।
আরও পড়ুন : NMDC Apprentice Recruitment 2024 : রাষ্ট্রায়ত্ত সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ !!! মোট শূন্যপদ ১২০!!!