Adani Solar Recruitment 2024 : চাকরিপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ এনেছে সরকারি আই.টি.আই., মেদিনীপুর। আগামী ৯ই ফেব্রুয়ারি একটি ওপেন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করছে তারা। এই ক্যাম্পাস ড্রাইভে অংশগ্রহণের সুযোগ রয়েছে ITI, Diploma ধারীদের।
কোম্পানির নাম : মুন্দ্রা সোলার প্রাইভেট লিমিটেড (আদানি সোলার)।
Click here for Official Website of Adani Solar : https://www.adanisolar.com/
যোগ্যতা : ITI, Diploma
- ITI ট্রেড : Electrician, Fitter, Turner, MMV, Diesel Mechanic, Electronics Mechanic, Welder, Machinist এবং সকল টেকনিক্যাল ট্রেড।
- Diploma ট্রেড : Mechanical, Electrical এবং Electronics & Telecommunication
স্থান : সরকারি আই.টি.আই., মেদিনীপুর, রামগতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর (পশ্চিমবঙ্গ)।
Click here for Official Website of Government ITI Midnapore : https://iti.wb.gov.in/institute/home/midnapore
আবেদনের জন্য যোগাযোগ : ৯৯৩২৯৩৭১৮৮ / ৭০০১২০৮০৮৪
বেতন :
- ITI – ₹১৫৪৭৫/- প্রতি মাসে ।
- Diploma – ₹১৬৮২৫/- প্রতি মাসে।
অতিরিক্ত সুবিধা :
- উপস্থিতি বোনাস – ₹২০০০/- প্রতি মাসে।
- খাদ্য – ₹৫২০/- প্রতি মাসে।
- পি.এফ., ই.এস.আই.সি.।
- ক্যান্টিন – একবারের জন্য।
- বাস সুবিধা – ফ্রি।
- ওভারটাইম – দ্বিগুণ,
- ছুটি – বছরে ১৮ দিন ছুটি।
- বেতন বৃদ্ধি – ১ বছর পর ₹৮০০ থেকে ₹২৮০০/-
আরও পড়ুন : NMDC Apprentice Recruitment 2024 : রাষ্ট্রায়ত্ত সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ !!! মোট শূন্যপদ ১২০!!!