SAIL Recruitment 2024 : স্টীল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। SAIL টেকনিশিয়ান পদে এই শিক্ষানবিশ নিয়োগ করবে। ভারতের যেকোনো প্রান্তের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ অন্যান্য তথ্য এই প্রতিবেদনে জানানো হল।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Qhnmktyym7JYYi9wUv0BeZqbXaO2zSnE/view?usp=sharing
বিজ্ঞপ্তি নম্বর : 01/2024
পদ : Operator-cum-Technician (Trainee)
শূন্যপদ : ৩৪১ টি পদে ট্রেনি নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন ট্রেডে আবেদনের ক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস সহ প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
স্টাইপেন্ড : এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের মাসিক প্রথম বছরে ১৬,১০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ১৮,৩০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বয়সসীমা : ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে হবে। নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আবেদন পদ্ধতি :
- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
- এরজন্য SAIL ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sail.ucanapply.com -এ ভিজিট করতে হবে।
Click here for Official Website : sail.ucanapply.com
Click here for Apply Online : https://sail.ucanapply.com/otr?app_id=UElZMDAwMDAwMQ==

- প্রথমে এখানে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- আপলোড করার পর আবেদন ফি জমা করে আবেদন নথিভুক্ত করতে হবে।
আবেদন ফি : সাধারণ, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০/- টাকা। এসসি, এসটি, প্রতিবন্ধী এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০/- টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ মার্চ, ২০২৪।