TATA Scholarship Result : মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য সরকারের তরফ থেকে যেরকম স্কলারশিপ দেওয়া হয় সেরকম বিভিন্ন সংস্থা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। এমনই একটি জনপ্রিয় সংস্থা তাহলে টাটা গ্রুপ।
২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে যেসকল ছাত্র-ছাত্রী টাটা স্কলারশিপে আবেদন করেছিল তার প্রথম ধাপের রেজাল্ট বেরিয়েছে। কিভাবে রেজাল্ট চেক করতে হবে? যাদের নাম বেরিয়েছে তারা কতদিনের মধ্যে টাকা পাবে? তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত আপডেট জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
স্কলারশিপের নাম | টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ |
---|---|
প্রদানকারী সংস্থা | টাটা ক্যাপিটাল লিমিটেড |
স্কলারশিপের পরিমাণ |
|
আপডেট | প্রথম ধাপের রেজাল্ট আউট |
আবেদনের শেষ তারিখ | ১০.০৩.২০২৪ |
টাটা স্কলারশিপের রেজাল্ট চেক পদ্ধতি(অনলাইনে) : চলতি শিক্ষাবর্ষে টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপে আবেদন করেছিলো তাদের জন্য অত্যন্ত সুখবর সম্প্রতি প্রকাশিত হয়েছে এই স্কলারশিপের রেজাল্ট। এই স্কলারশিপের রেজাল্ট চেক করার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- টাটা স্কলারশিপের রেজাল্ট চেক করার জন্য প্রথমে buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে।
- এরপর তুমি যদি মাধ্যমিক পাস করে এই স্কলারশিপে আবেদন করে থাকো তাহলে Class 11 ও 12 সেকশনের পাশে যে “Check Result” অপশনটি রয়েছে সেখান ক্লিক করতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে এই স্কলারশিপ আবেদন করে থাকো Graduation সেকশনের পাশে যে “Check Result” অপশনটি রয়েছে সেখান ক্লিক করতে হবে।
- এরপর তুমি তোমার অ্যাপ্লিকেশন নম্বর, মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে স্কলারশিপের রেজাল্ট চেক করতে পারবে।
ক্লাস | নির্বাচিত সংখ্যা | লিংক |
---|---|---|
একাদশ এবং দ্বাদশ শ্রেণী | 3258 | https://www.buddy4study.com/scholarship-result/the-tata-capital-pankh-scholarship-programme-for-class-11-and-12-students-2023-24 |
জেনারেল গ্রাজুয়েশন ও ডিপ্লোমা কোর্স | 3868 | https://www.buddy4study.com/scholarship-result/the-tata-capital-pankh-scholarship-programme-for-general-graduation-and-diploma-students-2023-24 |
নতুন আবেদন পদ্ধতি : কি আপডেট হয়েছে?
যেহেতু এই স্কলারশিপে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখনো আবেদন চলছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 10ই মার্চ পর্যন্ত। তাই পড়ুয়ারা এখনো এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এ স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? কি কি ডকুমেন্ট প্রয়োজন? এবং সরাসরি আবেদন করতে চাইলে –
Click here for Apply Online : https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme?utm_source=featuredBlocks