SBI Recruitment 2022 : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ এর প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা সমস্ত বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Join Our WhatsApp Group For New Update

SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI) পক্ষ থেকে সার্কেল বেসড অফিসার(Circle Based Officers) পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ১৪২২টি শুন্যপদ। ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Click here for Official Notification:
https://sbi.co.in/documents/77530/25386736/17102022_Final+Advertisement.pdf/0399e3a4-4e16-af69-c270-f61c385d01a6?t=1666017092279

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু

১৮ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ

৭ই নভেম্বর ২০২২

 

পদের নাম(Name of the Post) : সার্কেল বেসড অফিসার (Circle Based Officers)

শুন্যপদ(Number of Vacancy) : ১,৪২২টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে।

বয়সসীমা(Age Limit) : ২১ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে, ৩০শে সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী । সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন(Monthly Salary) :৩৬,০০০/- টাকা থেকে ৬৩,৮৪০/- টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি(How to Recruit) : অনলাইন টেস্ট, স্ক্রিনিং ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা
হবে।

আবেদন পদ্ধতি : অনলাইন মাধ্যমে  আবেদন করতে হবে।

For Online Application
For Online Application

Click here for Online Application : https://ibpsonline.ibps.in/sbicbosep22/basic_details.php

আবেদন ফি(Application Fees) : General/EWS/OBC প্রার্থীদের ৭৫০ টাকা এবং SC/ST/PWD
প্রার্থীদের কোনরকম টাকা লাগবে না।

আরও পড়ুন : SBI Recruitment 2022: আবেদনের হাতে আর ২৪ ঘণ্টা, স্টেট ব্যাঙ্কে ৫ হাজারেরও বেশি পদে হচ্ছে নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles