SBI Recruitment 2023 : এসবিআই-তে একাধিক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ১৫ মার্চ অবধি করা যাবে আবেদন।
কলকাতা, জয়পুর ও মুম্বইয়ের জন্য ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা(Recruitment Organization) : ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)
পদের নাম(Name of the Post): ম্যানেজার, ফ্যাকাল্টি।
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy): মোট ৮ টি পদে নিয়োগ করা হচ্ছে। ৫ টি ম্যানেজার (রিটেইল প্রোডাক্ট) পদে, ২ টি ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশন) পদে ও ১ টি সিনিয়র এক্সিকিউটিভ (স্ট্যাটিসটিকস) পদে নিয়োগ করা হচ্ছে।
Click here for Official Notification for the Post of Manager (Retail Products) : https://www.sbi.co.in/documents/77530/25386736/22022023_ADVERTISEMENT+NO.+CRPD-SCO-2022-23-34.pdf/75e07346-f775-23a0-d289-8f9b8ad47741?t=1677073063008
Click here for Official Notification for the Post of Senior Executive (Statistics) : https://www.sbi.co.in/documents/77530/25386736/22022023_ADVERTISEMENT+NO.+CRPD-SCO-2022-23-33.pdf/41904fae-168b-95c8-fa2a-7114da6d0892?t=1677073127354
Click here for Official Notification for the Post of Faculty (Executive Education) : https://www.sbi.co.in/documents/77530/25386736/22022023_ADVERTISEMENT+NO.+CRPD-SCO-2022-23-32.pdf/979db93a-47b6-0388-b38e-157abbc07342?t=1677072467754
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত BE/B.Tech, MBA, স্নাতকোত্তর, পিজিডিএম, পিজিপিএম, পিএইচ.ডি পাশ করতে হবে।
বয়সসীমা(Age Limit):
ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ থেকে ৩৮ বছর হতে হবে।
ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
আবেদনমূল্য(Application Fees):
General/EWS/OBC প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ৭৫০ টাকা দিতে হবে।
SC/ST/PWD প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নিয়োগস্থল(Place of Recruitment): রাজস্থানের জয়পুর, পশ্চিমবঙ্গের কলকাতা ও মহারাষ্ট্রের মুম্বইয়ে নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি(Recruitment Procedure) : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
Click here for Apply Online: sbi.co.in/web/careers
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): ১৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।