SSC Recruitment 2022 : SSC-এর মাধ্যমে ২৪,০০০-এর বেশি শূন্য পদে নিয়োগ! (Apply Now!)

WhatsApp Group Join Now
Google News Follow

SSC Recruitment 2022 : সম্প্রতি Staff Selection Commission-এর (SSC Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Click here for Official Website: https://drive.google.com/file/d/1ceJly0UBvtc9cVK1RSBtEytvrBSqRV60/view?usp=share_link

স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission Recruitment 2022) পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি?

SSC Recruitment 2022 | এসএসসি নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম) Satff Selection Commission (SSC)
🔥 Post Details (পোস্টের নাম) বিএসএফ এবং অন্যান্য
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) ২৪৩৬৯টি
🔥 Salary (বেতন) ১৮,০০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) https://ssc.nic.in/

 

SSC Job Vacancy 2022 |পদের নাম

🔥 Post Name (পদের নাম) 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 BSF ১০৪৯৭টি
🔥 CISF ১০০টি
🔥 CRPF ৮৯১১টি
🔥 SSB ১২৮৪টি
🔥 ITBP ১৬১৩টি
🔥 AR ১৬৯৭টি
🔥 SSF ১০৩টি
অন্যান্য মিলিয়ে মোট ২৪৩৬৯টি

 

বয়স সীমা(Age Limit) : ০১.০১.২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process) : আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন(Salary) : NCB কনস্টেবলদের ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও পদের জন্য কর্মীদের ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(How To Apply):

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

For Apply Online Click here : https://ssc.nic.in/

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents):

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্আপনার বয়সের প্রমাণপত্র
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আবেদন মুল্য(Application Fees): এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ(Last Date of Apply) : আবেদন করতে হবে ৩০.১১.২০২২ অর্থাৎ ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে।

আরও পড়ুন : SAIL Apprentice Recruitment : শিক্ষানবিশ পদ, 261টি শূন্যপদ – এখনই আবেদন করুন!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles