SSC Recruitment 2023 : দেশ জুড়ে একগুচ্ছ শূন্যপদে হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। মাধ্যমিক পাশের যোগ্যতায় প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। হাবিলদার পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা মাসিক বেতন পাবেন, ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সময়সীমা-সহ যাবতীয় তথ্যগুলি বিস্তারিতভাবে জানানো হল।
Click here for Details Notification : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_MTS2023_30062023.pdf
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ৩০/০৬/২০২৩ |
লাস্ট ডেট | ২১/০৭/২০২৩ |
এক্সাম ডেট | সেপ্টেম্বর ২০২৩ |
পদের নাম – MTS ও Havaldar.
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে।
বয়স – প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
মোট শুন্যপদ –
- MTS- 1198,
- Havildar- 360.
নিয়োগ পদ্ধতি – (প্রিলিমিনারি ও মেইন এক্সাম) লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে MTS পদে। Havaldar লিখিত পরীক্ষা, PET ও PMT এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
প্রিলি এক্সামের সিলেবাস
বিষয় | মোট প্রশ্ন | প্রতিটি প্রশ্নের মান | মোট নম্বর |
অঙ্ক | ২০ | ৩ | ৬০ |
জেনারেল নলেজ | ২০ | ৩ | ৬০ |
মোট নম্বর– ১২০, পরিক্ষার সময়– ৪৫ মিনিট ।
কোয়ালিফায়িং মার্কস- প্রিলিমিনারি এক্সামে এত স্কোর করলে মেইন এক্সামে চান্স পাবেন।
- জেনারেল– 30%
- OBC– 25%
- SC/ST– 20%
নেগেটিভ নম্বর- প্রিলি এক্সামে কোনো নেগেটিভ নম্বর নেই।
মেইন এক্সামের সিলেবাস
বিষয় | মোট প্রশ্ন | প্রতিটি প্রশ্নের মান | মোট নম্বর |
জেনারেল এও্যারনেস | ২৫ | ৩ | ৭৫ |
ইংলিশ ল্যাঙ্গয়েজ | ২৫ | ৩ | ৭৫ |
- মোট নম্বর– ১৫০, পরিক্ষার সময়– ৪৫ মিনিট ।
- নেগেটিভ নম্বর- ১টি প্রশ্ন ভুল করলে, ১ নম্বর কাটা যাবে ।
- নোট– এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে MTS পদে ।
- পরীক্ষা কেন্দ্র– আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যানী, কলকাতা, শিলিগুড়ি ।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । প্রথমে SSC–এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করে একটি একাউন্ট বানাতে হবে। আইডি/পাসওয়ার্ড দিয়ে লগইন করে, পোস্ট বাছাই করে, নিজের ব্যক্তিগত বিবরন দিয়ে ডকুমেন্ট আপলোড করবে, এরপরে আবেদন ফি পেমেন্ট করে, ফর্ম ফিলাপটি সম্পূর্ণ করবেন। আবেদন করার পরে একটি প্রিন্ট আউট বের করে নেবেন।
Click here for Apply Online : https://ssc.nic.in/
Click here for Apply Online : https://ssc.nic.in/Portal/Apply
আবেদন ফি – জেনারেল ও OBC কাস্টের জন্য ১০০/- টাকা ফি ধার্য করা হয়েছে। SC /ST/PwD/Transwomen/ All Female – এদের কোনোপ্রকার ফি দিতে হবে না।
আরও পড়ুন : Railway Recruitment 2023 : ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন !