SSC Recruitment 2023 : SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন !

Join Our WhatsApp Group For New Update

SSC Recruitment 2023 : স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ভারতীয় যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No– Phase-XI/2023/Selection Posts

Click here for Official Notification : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06032023.pdf 

পদের নাম(Name of the Post) : – SSC Selection Post XI Exam 2023.

মোট শূন্যপদ(Number of Vacancy) : – ৫৩৬৯ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :– স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক সহ গ্ৰ্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন।

বয়স(Age Limit) : –  বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary) : –  প্রতিমাসে বেতন ৫,২০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা পে লেভেল অনুযায়ী।

আবেদন পদ্ধতি (Application Procedure)  : –  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here for Registration : https://ssc.nic.in/

Click here for 1st Time Registration : https://ssc.nic.in/Registration/Home

রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি(Application Fees) : – আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।

আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : – ২৭ মার্চ, ২০২৩

প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents) :
১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) ড্রাইভিং লাইসেন্স।
৪) প্যান কার্ড।
৫) পাসপোর্ট।
৬) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৭) এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্ট।

নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : – প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

পরিক্ষা কেন্দ্র(Examination Center ) : – পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি ও কল্যাণী।

আরও পড়ুন : Health Recruitment 2023 : স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles