Swami Vivekananda Scholarship : Swami Vivekananda Scholarship জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে । ১৬ লক্ষেরও বেশি পড়ুয়া ২০২১-২০২২ সালে এই স্কলারশিপটি পেয়েছেন। মাধ্যমিক এবং উচমাধমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন। কন্যাশ্রী “K3” প্রাপক মেয়েরাও এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য
কোর্সের নাম | স্কলারশিপের পরিমাণ |
একাদশ শ্রেণি | 12000 টাকা। |
স্নাতক (1,2,3 বর্ষ) B.A | প্রতিবছর 12000 টাকা। |
বি.এড (B.ed) | প্রতিবছর 24000 টাকা। |
মাস্টার্স ডিগ্রী(M.A) | প্রতিবছর 24000 টাকা। |
SVMCM স্কলারশিপের হেল্পলাইন | 18001028014 |
স্বামী বিবেকানন্দ মেরিট–কাম স্কলারশিপ এ এপ্লিকেশন করার জন্য স্টুডেন্টদের যোগ্যতা সম্বন্ধে জেনে নেওয়া!
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি আপনি আবেদন করতে চান এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন ,তাহলে মাধ্যমিকে স্তরে অন্ততপক্ষে আপনাকে ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাস করেতে হবে, তাহলেই আপনি উচ্চমাধ্যমিক পড়ার সময় স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- আপনি যদি স্নাতক স্তরের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চমাধ্যমিক স্তরে ৬০ শতাংশ নাম্বার পেয়ে পাস করতে হবে।
- আপনি যদি ইউজি দিয়ে থাকেন এবং 53% নাম্বার পান এবং পিজিতে ভর্তি হন তবে আপনি এখানে আবেদন করতে পারবেন।
- যারা কন্যাশ্রীর K1 ও K2 পেয়েছে, তারা যদি পিজিতে 45%মার্কস পেয়ে ভর্তি হয়, তবে তারাও 24 হাজার বা 30 হাজার টাকা পাবে।
- পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এছাড়াও প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার কম হতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
যোগাযোগ করার জন্য আপনি helpdesk.svmcm-wb@gov.in এ একটি ইমেইল পাঠাতে পারেন অথবা কল করতে পারেন 18001028014 (টোল ফ্রি)।
৩ নভেম্বর থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এই বছরও ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় জেনে নেওয়া যাক কত টাকা পাওয়া যায় :
বর্তমান কোর্স | স্কলারশিপ |
উচ্চমাধ্যমিক (XI+XII) | প্রতি মাসে 1000 টাকা |
Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical) | প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা |
ডিপ্লোমা (পলিটেকনিক) | প্রতি মাসে 1500 টাকা |
Postgraduation | প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন দেখে নেওয়া যাক :
- সর্বশেষ যোগ্যতা পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)।
- সর্বশেষ যোগ্যতা পরীক্ষার Admit Card।
- Income Certificate in original।
- ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠা।
- Domicile Certificate (রেশন কার্ড / ভোটার আইডি / আধার কার্ড ইত্যাদি)।
- মাধ্যমিক পরীক্ষার Admit Card।
- অনলাইনে ভর্তির প্রাপ্তি।
কিভাবে অনলাইনে আবেদন করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য?
- প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Click here for Official Website: https://svmcm.wbhed.gov.in/
- তারপরে ‘Registration‘ এ ক্লিক করুন।
Click here for 1st Time Registration: https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php
- এরপর ‘Apply for Fresh Application’ বোতামে ক্লিক করুন।
- আপনাকে নিজের Name, Email, Phone Number, Date of Birth, ইত্যাদি সরবরাহ করে এই বৃত্তি অ্যাপ্লিকেশন পোর্টালে নিজেকে Registrationনিবন্ধন করতে হবে।এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা পরবর্তীকালে লগইন করার সময় কাজে লাগবে।
User Manual for Online Application Process in Swami Vivekananda Merit cum Means Scholarship (V4.0) : https://svmcm.wbhed.gov.in/readwrite/SVMCM_MANUAL.pdf
- সফল registration পরে, আবেদনকারী একটি ‘Application ID পাবেন। যার সাহায্যে তিনি অনলাইনে লগইন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই পরবর্তী ব্যবহারের জন্য লিখতে হবে।
- এরপর আবেদনকারীকে Application ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ড্যাশবোর্ডে ‘Edit Profile / Application’ বিকল্পে ক্লিক করতে হবে।
- এখন অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারীর স্ক্যান করা ছবি ও স্বাক্ষর ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপর‘Save & Next’বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যান।
- এরপর আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে। এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ‘Finalize Application‘ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আবেদনকারী আর কোন তথ্য edit করতে পারবে না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য স্টুডেন্টকে কিভাবে নির্বাচন করা হবে?
- প্রথমত, অনলাইন অ্যাপ্লিকেশনগুলি বাছাই করা হয়।
- এগুলি প্রাথমিকভাবে প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর আয়ের মানদণ্ডের উপর ভিত্তি করে একটি ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয়।
- সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে।
- প্রার্থীদের জমা দেওয়া সমস্ত নথির প্রাপ্যতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে
- অবশেষে, বৃত্তি তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বিতরণ করা হবে।
আরও পড়ুন : Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো