Swami Vivekananda Scholarship 2023-24 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩-২৪ !!! রিন্যুয়াল আবেদন করবেন কিভাবে ? শেষ তারিখ কবে?

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship 2023-24 : একাদশ শ্রেণি থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের রাজ্য সরকার দেয় সবচেয়ে বড়ো স্কলারশিপ টি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বাংলার বিদ্যার্থীদের কোর্স অনুযায়ী প্রতিমাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে সবচেয়ে বেশি ৮,০০০ টাকা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার।

প্রতিটি কোর্সের শুরুতে অর্থাৎ প্রথম বর্ষে স্টুডেন্টদের ফ্রেস আবেদন করতে হয়। কোর্সের পরের বছরগুলোতে (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষে) স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের রিন্যুয়াল (Renewal) করা আবশ্যিক। রিন্যুয়াল না করলে বা করতে ভুলে গেলে একই কোর্সের পরবর্তী বছরগুলোতে কোনওভাবেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বৃত্তির টাকা পাবেন না ছাত্র-ছাত্রীরা।

রিন্যুয়াল করার জন্য পড়ুয়াদের কিছু শর্ত মানতে হবে।

Swami Vivekananda Scholarship 2023-24 : 

Scholarship Name Swami Vivekananda Scholarship (SVMCM)
Application Year 2023-24
Scholarship Type Merit-cum-Means
Scholarship Provider Government of West Bengal
Official Website svmcm.wbhed.gov.in

 

রিন্যুয়াল আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্ত :-

  • কোর্সে পাঠরত পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এ রিন্যুয়াল এর জন্য আবেদন করতে পারবেন।
  • পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • স্কলারশিপ এ রিন্যুয়াল করার জন্য শিক্ষার্থী কে যেকোনো কোর্সের প্রথম বছরে অবশ্যই Fresh Application করতে হবে।
  • আবেদনকারী কে Higher Secondary, Graduation বা Post Graduation এর স্নাতকোত্তর কোর্সের ২য়, ৩য়, ৪র্থ বা ৫ম বর্ষে পাঠরত হতে হবে।
  • Gap Year বা Dropped Out Year থাকলে এই স্কলারশিপ এ রিন্যুয়াল এর জন্য আবেদন যোগ্য নন।

Renewal করবেন কিভাবে?

  • স্কলারশিপ এ রিন্যুয়াল করার জন্য পড়ুয়াদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথম বর্ষে আবেদনের মাধ্যমে পাওয়া লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে LogIn করে নিতে হবে।

    Login for Renewal
    Login for Renewal
  • এরপর Renewal 2023-’24 শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ক্লাসের Renewal এর আবেদন সম্পন্ন করতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে রিন্যুয়াল (Renewal) এর জন্য?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ রিন্যুয়াল এর জন্য কেবল ডকুমেন্টস প্রয়োজন হবে।

  • বর্তমানে পাঠরত কোর্সের (২য়, ৩য়, ৪র্থ, ৫ম বর্ষে) ভর্তির Received Copy.
  • বর্তমানে পাঠরত কোর্সের আগের বছরের বার্ষিক পরীক্ষার মার্কশীট (সেমেস্টারের ক্ষেত্রে শেষ দুটি Semester এর, যেমন- ৩য় বর্ষের বেলায় 3rd ও 4th সেমেস্টার এর মার্কশীট) স্ক্যান করে আপলোড করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ :- বর্তমান শিক্ষাবর্ষে স্কুল পড়ুয়াদের জন্য অর্থাৎ ক্লাস ইলেভেন ও টুয়েলভ এ পাঠরত শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে এবং কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যই রিন্যুয়াল প্রক্রিয়া চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরবর্তী ক্লাসগুলোর জন্য এখনো রিন্যুয়াল শুরু হয়নি।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন শুরু!!!শুরুর তারিখ জানালো বিকাশ ভবন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles