Aditya Birla Capital Scholarship : বর্তমানে আদিত্য বিড়লা স্কলারশিপ 2023 এর আবেদন চলছে।ইচ্ছুক ছাত্র-ছাত্রী যারা স্কলারশিপ পেতে চাইছেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে কোনরূপ যাতে ভুল না হয় তাঁর জন্য আবেদন করার পূর্বে এই স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ, তারিখ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলিকে জেনে নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিষয় | তথ্য |
---|---|
ফাউন্ডেশন | আদিত্য বিড়লা ক্যাপিটাল ফাউন্ডেশন স্কলারশিপ |
যোগ্য ছাত্র | প্রথম থেকে দশম শ্রেণী, মাধ্যমিক পাশ একাদশ-দ্বাদশ শ্রেণী এবং কলেজ পড়ুয়া, পেশাগত কোর্স (সমস্ত ভারতীয় পড়ুয়া যোগ্য) |
স্কলারশিপের পরিমাণ | ২৪ হাজার থেকে ৬০০০০ টাকা কোর্সের উপর নির্ভর করে |
আবেদন মোড | সম্পূর্ণ অনলাইন |
আবেদন শুরুর তারিখ | বর্তমানে ফরম পূরণ চলছে |
আবেদন করার শেষ তারিখ | ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ |
স্কলারশিপের টাকার পরিমাণ : ২০২৩ ও ২৪ সেশন এর জন্য ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে আলাদা আলাদা বৃত্তি প্রদান করা হয়। যেমন ক্লাস 1 থেকে 8 এ পড়া ছাত্রছাত্রীদেরকে – 18 হাজার টাকা, 9 থেকে 12 এ পড়া ছাত্রছাত্রীদেরকে – 24,000 টাকা, জেনারেল আন্ডার গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাৎসরিক ৩৬ হাজার টাকা স্কলারশিপের সুবিধা পায় এবং প্রফেশনাল গ্রাজুয়েশন করা ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর মাধ্যমে বছরে 60 হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে থাকে।
স্কুল ছাত্রদের জন্য আদিত্য বিড়লা কোভিড বৃত্তি সুবিধা:
- ক্লাস 1 থেকে 8-এর শিক্ষার্থীদের জন্য – 24,000 টাকা
- 9 থেকে 12 শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য – 30,000 টাকা
কলেজ ছাত্রদের জন্য আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ 2022 সুবিধা:
- সাধারণ UG কোর্সের জন্য: INR 36,000 || [সাধারণ ইউজি কোর্স BA, BSc, BCA]
- পেশাদার UG কোর্সের জন্য: INR 60,000 || [ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মেডিকেল]
আবেদন করার যোগ্যতা :
- প্রথমত: প্রার্থীদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- দ্বিতীয়ত : বাৎসরিক ফ্যামিলি ইনকাম 6 লক্ষ টাকার কম হতে হবে।
- তৃতীয়ত : পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক।
- চতুর্থ : ভারত সরকার স্বীকৃত যে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা আবশ্যক।
কি কি কাগজপত্র লাগবে আবেদন করার জন্য?
(১)পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ,
(২)এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট,
(৩)ফটো আইডেন্টিটি প্রুফ,
(৪)পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট,
(৫)ব্যাংক একাউন্ট ডিটেলস,
(৬)ইনকাম সার্টিফিকেট (পঞ্চায়েত/DM/CO, etc.)।
আবেদন প্রক্রিয়া :
- স্টেপ 1: আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই buddy4study এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
Click here for Official Website : https://www.buddy4study.com/page/aditya-birla-capital-scholarship
- স্টেপ 2: আবেদন করার পূর্বে আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ক্ষেত্রে আপনি আপনার গুগল একাউন্ট, ফোন অথবা ইমেইল এড্রেস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
- স্টেপ 3: রেজিস্ট্রেশন করার পর পুনরায় লগইন করুন।
- স্টেপ 4: এবার আপনি “start application” বটনে ক্লিক করুন।
- স্টেপ 5: আবেদন পত্র খুলে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন।
- স্টেপ 6: সঠিকভাবে আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে, “terms and conditions” মেনে নিয়ে ‘ preview’ বিকল্পে ক্লিক করুন।
- স্টেপ 7: সমস্ত কিছু সঠিকভাবে হয়ে গেলে অবশেষে ‘Submit’ বোটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করুন।
আরও পড়ুন : Digjoyti Scholarship 2023 : ১০,০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা দিগজ্যোতি স্কলারশিপ!!!জেনে নিন আবেদন!!!