Swami Vivekananda Scholarship : স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হলো । দেখে নেওয়া যাক, কারা কারা পেতে পারবে এবারে স্কলারশিপ? আর কত টাকা করে?

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন শুরু হয়ে গেল ফের। প্রতি বছরের মতো এবারও ২০২৪-২৫ সালের আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে যাঁরা গবেষণা করছেন এমন মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপের সুযোগ থাকছে।

এবারে দেখে নেওয়া যাক, কারা কারা পেতে পারবে এবারে স্কলারশিপ? আর কত টাকা করে? দেখে নিন।

স্কলারশিপ সমন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিন্স নামক স্কলারশিপটি আমাদের রাজ্য সরকার Swami Vivekananda Scholarship নামে চালু করেছে। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্কলারশিপ (Scholarship 2024). স্কুল বা কলেজে পড়াকালীন বা কোন প্রশিক্ষণ নেওয়া কালীন ছাত্র ছাত্রীরা। এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন।

  • মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত স্তরের পড়ুয়ারা এই Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন করতে পারেন।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম ৭৫ শতাংশ , স্নাতক স্তরে ৬০ শতাংশ এবং স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপে আবেদন করা যায়।
  • এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র ছাত্রীদের অবশ্যই কোন উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ অনুসরণ করতে হয়।
  • পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২,৫০,০০০ টাকার কম হতে হবে।

কতো টাকা পাওয়া যাবে ?

  • উচ্চ মাধ্যমিক = বার্ষিক ১২০০০ টাকা।
  • সাধারণ UG কলেজ (কলা, বাণিজ্যে ও বিজ্ঞান বিভাগ) = বার্ষিক ১২০০০ – ১৮০০০ টাকা।
  • স্নাতকোত্তর (MA, M.Sc, M.Com) = বার্ষিক ২৪০০০ – ৩০০০০ টাকা।
  • UG এবং PG ইঞ্জিনিয়ারিং (B.Tech, BE, B.Arch And M.Tech) = বার্ষিক ৬০০০০ টাকা।
  • পলিটেকনিক ডিপ্লোমা = বার্ষিক ১৮০০০ টাকা।
  • মেডিকেল এবং ফার্মেসি ডিগ্রী = বার্ষিক ৬০০০০ টাকা।
  • B.Sc নার্সিং (ওয়েস্টবেঙ্গল) = বার্ষিক ৬০০০০ টাকা।
  • ডিপ্লোমা মেডিকেল কোর্স (ল্যাব টেকনিশিয়ান, প্যারা মেডিক্যাল) ও GNM নার্সিং = বার্ষিক ১৮০০০ টাকা।

কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এই স্কলারশিপ এ আবেদন করতে।

  • নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
  • পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card)।
  • বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট (Madhyamik Admit Card) বা জন্মের প্রমানপত্র (Birth Certificate)।
  • আগের ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট ও মার্কশিট।
  • পারিবারিক গায়ের একটি ইনকাম সার্টিফিকেট (Family Income Certificate)।
  • ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
  • নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
  • এছাড়াও প্রয়োজনে Swami Vivekananda Scholarship আবেদনের জন্য অন্য কোন নথি চাওয়া হতে পারে।

অ্যাপ্লিকেশন করার পদ্ধতি।

  • www.svmcm.wbhed.gov.in ওয়েব সাইটে গিয়ে প্রথমে হোম পেজের ওপর Register বাটানে ক্লিক করতে হবে।

Click here of Official Website for Online Application : https://svmcm.wbhed.gov.in/

  • স্কলারশিপ সংক্রান্ত কিছু প্রয়োজনীয় ইনফরমেশন স্ক্রিনে দেখাবে।
  • সে গুলি ভালোভাবে পড়ে Proceed For Registration বাটনে ক্লিক করতে হবে।

Click here for Registration of the Student for Online Application : https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php

Click here for fresh Application of all Sector : https://svmcm.wbhed.gov.in/page/register.php

Swami Vivekananda Scholarship For Fresh Application
Swami Vivekananda Scholarship For Fresh Application

 

  • রেজিস্ট্রেশন ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী ডিরেক্টরেট বেছে নিয়ে Apply for Fresh Application অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : SVMCM Scholarship : ১৫০০ কোটি বরাদ্দ SVMCM স্কলারশিপে !!! দরিদ্র-মেধাবী পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles