Tata Quiz Contest : ছাত্র-ছাত্রীদের জন্য TATA কুইজ !!! শুরু হলো অনলাইন রেজিস্ট্রেশন!!!থাকছে প্রাইজ ও চাকরির সুবিধা!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Tata Quiz Contest : “TATA“, বিশ্বস্ত সংস্থা হওয়ার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতেও অনেক সংযোগ দিয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার পাশাপাশি, টাটা গ্রুপের টিসিএস এরপর আয়োজন করতে চলেছে কুইজ প্রতিযোগিতা।

ছাত্রছাত্রীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন (Free) করতে পারবে এবং সেরা পার্থীরা পাবে পুরস্কার সঙ্গে অনেক সুযোগ!

টাটা তো বিভিন্ন ভাগে বিভক্ত সেই রেসপেক্ট টাটার কোন পার্টটা এই ধরনের প্রতিযোগিতা সঙ্গে যুক্ত।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস্ মূলত আইটি সার্ভিস এর জন্য বিখ্যাত। তবে এই সংস্থা ১৯৯৯ সাল থেকে একটি ‘নলেজ ইনিশিয়েটিভ’ শুরু করেছিল। দুই শতকের বেশি সময় ধরে টিসিএস কুইজিংয়ের সাথে যুক্ত রয়েছে। ‘TCS In Quizitive‘ টিসিএস দ্বারা শুরু করা একটি কুইজ প্রতিযোগিতা ।

প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

এটি ইন্টার-স্কুল প্রতিযোগিতা। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এতে অংশগ্রহণ করতে পারে।

টাটার মেন উদ্দেশ্য কি এই ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের।

তরুণ প্রজন্মকে টেকনোলজির সাথে সহজে পরিচয় করাতে টিসিএস বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়। তাদের এই কুইজ প্রতিযোগিতা স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও আপ টু ডেট রাখতে সাহায্য করে।

বিজ্ঞান, খেলাধুলা আর ইঞ্জিনিয়ারিং বিষয়কে আরও বেশি আকর্ষণীয় করা তোলাই টিসিএস এর কুইজ প্রতিযোগিতার লক্ষ্য।

কি কি যোগ্যতা প্রয়োজন অংশগ্রহণ করার জন্য ?

যে কোন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই বিদ্যালয়ের একজন নিয়মিত পড়ুয়া হতে হবে।

পুরস্কার ও উপহার সামগ্রী।

TCS দ্বারা আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ ক্যাশ প্রাইজ এবং ট্রফি দেওয়া হবে।

  • এছাড়াও TCS এর পক্ষ থেকে বিজয়ীদের gift voucher দেওয়া হবে, যার মাধ্যমে বিজয়ীরা জিতে নিতে পারে আকর্ষণী পুরস্কার।
  • বিশেষ হল TCS দ্বারা আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ভবিষ্যতে TCS-এ চাকরির সুবিধা (Job Opportunity) প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি (Online Registration)।

TCS In Quizitive – কুইজিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন অনলাইনে হবে, সেক্ষেত্রে আপনারা নিজেদের স্মার্টফোন বা মোবাইল থেকেই করতে পারবেন।

সেক্ষেত্রে প্রথমে আবেদনকারী ছাত্র-ছাত্রীর বাবা-মা অথবা অভিভাবকের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন।

Click here for Apply Online : https://learning.tcsionhub.in/EForms/configuredHtml/1016/84438/Registration.html?utm_medium=Web&utm_source=TCS_InQuizitive_Website&utm_campaign=Registration_2023 

প্রথম ধাপে, আবেদনকারীর সম্পূর্ণ নাম, তারপর জন্মতারিখ, বয়স, অভিভাবকের ফোন নং, অভিভাবকের ইমেইল আইডি লিখতে – এইসব ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।

দ্বিতীয় ধাপে,স্কুলের বিবরণ এবং একাডেমিক তথ্য দিতে হবে।

  • সবার প্রথমে স্কুলের নাম, দেশ, রাজ্য, জেলা ও পিনকোড সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম ও ইমেইল আইডি লিখতে হবে।
  • এরপর স্কুল কোন্ বোর্ডের অন্তর্গত সেটি বাছাই করতে হবে।
  • তারপর স্কুলের কন্টাক্ট নম্বর লিখতে হবে। শেষে আবেদনকারী কোন্ শ্রেণীর পড়ুয়া তা বেছে নিতে হবে।

এরপর ক্যাপচা পুরণ করে, দুটি বক্স থাকবে তাতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, অভিভাবকের e-মেলে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

TCS Privacy Notice : https://www.tcs.com/who-we-are/legal/tcs-privacy-notice

এই ইইভেন্ট সম্পর্কিত আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক।

ইভেন্টের প্রথম স্টেজটি অনলাইনে আয়োজন করা হবে। সেখান থেকে নির্বাচিত প্রার্থীরা পরবর্তী ক্ষেত্রে সেমিফাইনাল এবং জাতীয় ফাইনাল মুম্বাইতে পরিচালিত হবে, যাতায়াত এবং অন্যান্য খরচ সংস্থার তরফ থেকে দেওয়া হবে।

আরও পড়ুন : WB Scholarship List : কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে ? লিস্ট দেখে আবেদন করুন !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles