WB Govt Job recruitment । কৃষি দফতরে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

WB Govt Job recruitment: শিক্ষা থেকে স্বাস্থ্য কিংবা রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য কৃষি (Agriculture Department) দফতরের অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া  কর্মীদের  কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট জেলার  কৃষি দফতরের তত্বাবধানে। তবে এই কাজ বা প্রকল্পটি প্রধানমন্ত্রী কৃষি সুরক্ষা (PMKSY) যোজনার নিয়ন্ত্রণাধীন।

How to Apply (আবেদন পদ্ধতি):

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
  • এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
  • প্রথমে আবেদনকারীকে  সংশ্লিষ্ট জেলার (https://birbhum.gov.in) ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে। এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
  1. নিজের নাম——————————
  2. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-
  3. লিঙ্গ————————————-
  4. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-
  5. শিক্ষাগত যোগ্যতা————————-
  6. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————
  7. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—
  8. এছাড়াও ওই আবেদনফর্মে আবেদনকারী প্রার্থী কোন  পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে হবে———-
  9. মোবাইল নম্বর————————-
  10. ইমেল আইডি ————————-

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে।

ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল(Documents Require at the Time of Interview) :

  • ভোটার আঁধার কার্ডএর তথ্য
  • নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
  • প্রার্থীর বয়সের প্রমানপত্র
  • শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  
  • প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
  • প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি

নিয়োগ পদ্ধতি(How to Recruit):  

নিয়োগের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা। তারপর হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

1. পদের নাম(Name of Post/Details of Post) – বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ’ (SUBJECT MATTER SPECIALIST)

শূন্য পদ– ১ টি

কাজের ধরণ সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই পদটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক।

মাসিক বেতন 25,000  টাকা

শিক্ষাগত অন্যান্য যোগ্যতা(Educational & Others Qualification)  আবেদনকারী প্রার্থীকে কৃষি, অথবা পশুপালন অথবা বন বিভাগে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কৃষি, সেচ এবং জল প্রকল্পের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

2. পদের নাম পদের নাম(Name of Post/Details of Post)– ডব্লিউ ডি টি ইঞ্জিনিয়ারিং'(  wdt engineering)

শূন্য পদ ২ টি

মাসিক বেতন 10,000 টাকা

শিক্ষাগত অন্যান্য যোগ্যতা পার্থিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। সঙ্গে গ্রাম উন্নয়ন প্রকল্প এবং জল প্রকল্পের/সেচের কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

3. পদের নাম ডব্লিউ ডি টি লিভলিহুড’ (wdt livelihood)

শূন্য পদ ২ টি

মাসিক বেতন– 10,000 টাকা

শিক্ষাগত অন্যান্য যোগ্যতা কৃষি/ প্রানি বিদ্যা/ বন বিষয় নিয়ে স্নাতক হতে হবে। জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে ।

4.পদের নাম (Name of Post/Details of Post) ডব্লিউ ডি টি সোশ্যাল ওয়েলফেয়ার’ (wdt social welfare)

শূন্য পদ ২ টি

মাসিক বেতন– 10,000 টাকা

শিক্ষাগত অন্যান্য যোগ্যতা– গ্রামীণ উন্নয়ন প্রকল্প/ সোশ্যাল সাইন্স / সোশ্যাল ওয়েলফেয়ার/ কৃষি বিষয় নিয়ে ডিগ্রি থাকতে হবে।  এ ছাড়াও জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে ।

5. পদের নাম পদের নাম (Name of Post/Details of Post) ডব্লিউ ডি টি মাইক্রো এন্টারপ্রাইজ’ (wdt micro enterprises)

শূন্য পদ– ২টি

মাসিক বেতন 10,000 টাকা

শিক্ষাগত অন্যান্য যোগ্যতা বাণিজ্য/ অর্থনীতি/ গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতক হতে হবে।  এ ছাড়াও জলপ্রকল্প/ সেচ / কৃষি কাজের বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে ।

বয়স সীমা – উল্লেখিত পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।

নিয়োগের স্থান(Place of Recruitment)

উল্লেখিত তিন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বীরভূম জেলায়।

Click Here for Official Notice & Application Form

Click Here for Official Website

আরও পড়ুন : Law Assistant Recruitment : আইন নিয়ে পড়াশোনা করেছেন ! রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ল অ্যাসিসটেন্ট নিয়োগ হচ্ছে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles