WB HDFC Bank Recruitment 2023 : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এইচডিএফসি ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ। সকল প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্যের জেলায় জেলায় এবার এইচডিএফসি ব্যাংকের কর্মী নিয়োগ করা হবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
যে সকল প্রার্থী ব্যাংকে চাকরি করার খুব ইচ্ছা তাদের জন্য খুশির খবর। নিজের জেলায় চাকরি হবে এবং এটাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে যে চাকরির পোস্টিং দেওয়া হবে নিজের পিন কোড অনুযায়ী। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে নিন কিভাবে আবেদন করবে খুব সহজেই এই পোস্টে দেখানো হয়েছে তা আলোচনা করা হলো নিচে।
কোন কোন পোস্টে নিয়োগ(Recruitment to any post):
- Bank Office Executive,
- Data Entry Operator,
- Banking Officer,
- Executive Officer,
- Operator KYC verification,
- Relationship manager
মোট শূন্যপদ(Number of Vacancy) : ৮৯ টি শূন্যপদে এইচডিএফসি ব্যাংকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, তার সঙ্গে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আরো বেশি থাকে যেমন গ্র্যাজুয়েশন পাস এমএ পাস তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর পদের জন্য উচ্চশিক্ষিত কর্মী নিয়োগ করা হবে।
বয়স(Age Limit) : এখানে সর্বনিম্ন বয়স হতে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ।এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।
বেতন(Salary) : এইচডিএফসি ব্যাংকে এই পথ গুলোর জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে ১৫’৪০০ টাকা থেকে ২৬,৭০০ টাকা পর্যন্ত।
নিয়োগের স্থান(Place of Recruitment): যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের পিন কোড অনুযায়ী পোস্টিং দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure) : কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া(Application Procedure) : এখানে দুই ভাবে আবেদন করা যাবে অনলাইনে বা অফলাইনে। অনলাইনে আবেদন করার জন্য NCS এর অফিসের ওয়েবসাইটটি গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে । এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে।
Click here for Online Application : https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=EDD67kJuo%2BA%3D
যে সকল প্রার্থী সরাসরি অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ফোন নম্বর ও ইমেইল এড্রেস এর মাধ্যমে যোগাযোগ করতে হবে।
মোবাইল নম্বর – 7890889909
Email id – bankcorporate525@gmail.com .
সরাসরি যোগাযোগ করাটাই আবেদন করার জন্য উত্তম হবে।