WB Railway Recruitment 2022 : পশ্চিমবঙ্গের রেলে বিভিন্ন জোনে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট 3115টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দাই বিশেষ করে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জোনে নিয়োগ করা হবে তাই যারা চাকরি পাবেন তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং চাকরি হবে পশ্চিমবঙ্গের মধ্যেই।
Click Here for Official Notification
শূন্যপদ(Number of Vacancy) : সব মিলিয়ে এখানে প্রায় 3115 শূন্য পদ রয়েছে।
Details of Vacancies
Division/Workshop |
No. Of Vacancies |
Howrah Division |
659 |
Jamalpur Workshop |
667 |
Asansol Division |
412 |
Liluah Workshop |
612 |
Sealdah Division |
440 |
Kanchrapara Workshop |
187 |
Malda Division |
138 |
Total |
3115 Posts |
জোন অনুযায়ী আলাদা আলাদা শূন্য পদে ভাগ করা রয়েছে।
- হাওড়া সাব ডিভিশন-659 টি
- শিয়ালদহ সাব ডিভিশন -440টি
- মালদা সাব ডিভিশন – 148 টি
- আসানসোল সাব ডিভিশন – 412
- লিলুয়া ওয়ার্কশপ- 612
- কাঁচরাপাড়া ওয়ার্কশপ- 187
- জামালপুর ওয়ার্কশপ- 667
পশ্চিমবঙ্গের যেসব ডিভিশনে নিয়োগ করা হবে(Divisions of West Bengal to be recruited): কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- হাওড়া, শিয়ালদহ, লিলুয়া, কাচরাপাড়া, মালদা, আসানসোল, জামালপুর ডিভিশন।
আবেদন পদ্ধতি(How to Apply): চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় অবশ্যই চাকরিপ্রার্থীর নিজস্ব ও বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। নিচে আবেদন পদ্ধতি ধাপে ধাপে আলোচনা করা হলো-
- প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
- এরপর চাকরিপ্রার্থীদের যাবতীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে
- এরপর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে
- এরপর চাকরিপ্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে
- সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates for Application) : এখানে সরাসরি অনলাইনে আবেদন চলবে 29 অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখবেন(Keep all the documents to apply):
• সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
• পাসপোর্ট সাইজের ফটোকপি
• আধার কার্ড অথবা ভোটার কার্ড
• মাধ্যমিকের এডমিট কার্ড
• বয়সের প্রমাণপত্র
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে
• নিজস্ব সিগনেচার
আবেদনকারীর বয়স(Applicant’s age) : আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই 15 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছরের মধ্যে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি পার্থী রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী তিন বছর বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।
নিয়োগ পদ্ধতি(Recruitment process): এখানে বিশেষ সুবিধা হল চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Apply Online – Link Active on 30 September 2022 Or Today