Indian Railway Group-D Recruitment | মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসে ভারতীয় রেলে 1 লক্ষ 49 হাজার কর্মী নিয়োগ|

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Indian Railway Group-D Recruitment : ভারতীয় রেলে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে | পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থীরা চাকরি আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই। সেই অনুপাতে আপাতত 1.5 লক্ষ কর্মী শূন্য পদ ফাঁকা রয়েছে এবং খুব দ্রুতই এগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যে কেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

Name of the Post (পদের নাম)

  • ভারতীয় রেলে (Indian Railway Group-D Recruitment) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদ থেকে শুরু করে আরো বিভিন্ন পদ যেমন- গ্রুপ সি, এনটিপিসি সহ আরো ভারতীয় রেলের যে সমস্ত পদ সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতায়।
  • রেলের এই বিরাট নিয়োগের মধ্য দিয়ে রেল বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে কর্মী নিয়োগ। প্রধানত রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ (Railway Group-C Recruitment 2022) এবং রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে (Railway Group-D Recruitment 2022) এবং আরো কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

Place of Recruitment (নিয়োগ স্থান)

ভারতীয় রেল নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর আওতায় দেশের প্রতিটি রাজ্যে পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যেও সংঘটিত হবে এই নিয়োগ। রাজ্যে প্রতিটি জেলার রেল স্টেশন তথা রেল ডিপার্টমেন্ট এ কর্মীদের নিযুক্ত করা হচ্ছে।

Number of Vacancy(শূন্যপদ)

মোট 1 লক্ষ 48 হাজার 463 জন কর্মী নিয়োগ করা। ভারতীয় রেল আরো প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। ভারতীয় রেলে গত 8 বছরের হিসেব অনুযায়ী দেখতে গেলে বছরে মাত্র 43678 জন করে কর্মী নিয়োগ করা হয়েছে যার মধ্যে এ বছরের সবথেকে বেশি অর্থাৎ 1 লক্ষ 48 হাজার 463 জন কর্মী নিয়োগ করা হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

  • মাধ্যমিক পাস হলেই চাকরিপ্রার্থীরা চাকরি আবেদন করতে পারবেন এছাড়াও উচ্চমাধ্যমিক পাশ ও আরো অন্যান্য যোগ্যতা এখানে একটি দুটি নয় সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
  • প্রধানত গ্রুপ ডি লেভেলের পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করে থাকলেই চলবে। অন্যদিকে গ্রুপ সি লেভেল এর পদে আবেদনের জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)

আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 45 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।

How to Apply(আবেদন প্রক্রিয়া)

রেলের কর্মী নিয়োগের চাকরিতে আবেদন জানাতে চান তবে অনলাইন পদ্ধতিতে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

Click Here for Official Website

  1. আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  2. যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম পূরণ করুন।
  3. তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, সেগুলি রিসাইজ করে এক এক করে আপলোড করতে হবে।
  4. তারপর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন।
  5. আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আবেদন এর কাজ সম্পন্ন করুন।
  6. আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে নিজের সঙ্গে রেখে দেবেন।

Documents Required (প্রয়োজনীয় ডকুমেন্ট)

আবেদনের ক্ষেত্রে  কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

  1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে।
  2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
  • মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
  • উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট।
  • স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে।

3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

4. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

আরও পড়ুন : Durgapur Steel Plant Recruitment 2022:দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এ প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles