CMOH Office Supervisor Recruitment | রাজ্যে CMOH অফিসে সুপারভাইজার পদে চাকরি |

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

CMOH Office Supervisor Recruitment : চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বা CMOH অফিসের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ । প্রার্থীদের টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ 

নোটিশ প্রকাশ

22.07.2022

আবেদন শুরু

22.07.2022

আবেদন শেষ

31.08.2022 

 

Name of the Post (পদের নাম)

কালা আজার টেকনিক্যাল সুপারভাইজার (Kala-azar Technical Supervisor)

Salary(বেতন)

প্রতিমাসে 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)

প্রার্থীর বয়স 50 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছরের OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

How to Apply (আবেদনের পদ্ধতি)

  1. প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিন।
  2. ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নেবেন।

Click Here for Downloads Application form

3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি পূরণ করবেন।

4. নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দিতে হবে।

5. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই ফর্মে যুক্ত করে নিচে একটি সিগনেচার করে দিন। সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে যুক্ত করুন।

5.সব শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

Office of the Chief Medical Officer of Health(CMOH), Gr. Floor, Dy. CMOH – II Section, Khosbagan, Shyamasayer East, Near Harishabad Hindu Girls School, Purba Bardhaman, Pin – 713101, West Bengal(WB).

Documents Require (প্রয়োজনীয় ডকুমেন্ট)

আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
  2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আঁধার কার্ড।
  3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
  4. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট।
  5. স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে।
  6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলেই দিতে হবে।
  7. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলেই দিতে হবে।
  8. রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার।
  9. একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

Fees to Paid (আবেদন ফি)

জেনারেল দের জন্য 100 এবং SC/ST/OBC দের জন্য 50 টাকা আবেদন ফি।

আরও পড়ুন : Utkarsh Bangla Recruitment 2022 : জেলায় জেলায় উৎকর্ষ বাংলা প্রকল্পে নিয়োগ। 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles