WBCS Exam. Update : WBCS Exam এর সিলেবাস বদল ? কিভাবে প্রস্তুতি নেবেন ?

WhatsApp Group Join Now
Google News Follow

WBCS Exam. Update : কয়েকমাস বাদে শুরু হচ্ছে WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩. তার আগেই পরীক্ষার প্যাটার্ন বদল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

UPSC এর সঙ্গে সামঞ্জস্য রাখতেই রাজ্য WBCS এর পরীক্ষার সিলেবাসে বদল আনতে চাইছে। ঠিক কোন কোন দিক থেকে বদল আনা হচ্ছে?

Features

Details
Exam Name

West Bengal Civil Service (WBCS)

Conducting Body

West Bengal Public Service Commission (WBPSC)
Exam Mode

Offline

WBCS 2023 Exam

June 2023 (tentative)
Vacancies

To be released later

Category

Government Jobs
Stages of Exam

Three stages (Prelims, Mains (Written) and Personality Test)

Geographical Scope of exam

State-level (West Bengal Only)
Exam frequency

1 Year

Common Eligibility

Graduate in any discipline
Exam Duration

Prelims: 2 Hours

Main Exam: 3 Hours (for each paper)

WBCS Age Limit

The lower age limit is 21 years, Upper age limit is 36 years (different for some posts)
Language of question paper

English and Bengali

Official website

wbpsc.gov.in

 

কি কি জিনিস বদল হচ্ছে WBCS Exam এর সিলেবাস এ ?

WBCS পরীক্ষার মূলত তিনটি ধাপ রয়েছে। প্রথমটি হল প্রিলিমস, এরপর মেইনস এক্সাম। শেষে ইন্টারভিউ।

নম্বর বিভাজন –

প্রিলিমিনারি এক্সাম-

৪০০ নম্বরের WBCS Exam এর প্রিলিমস  হবে। ২ টি পেপার থাকবে যেখানে ।

  • জেনারেল স্টাডিজ পেপার- I (GS Paper- I)
  • জেনারেল স্টাডিজ পেপার- II (GS Paper- II)।
  • প্রত্যেক পেপার ২০০ নম্বর করে হবে। থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। সময়সীমা ২ ঘন্টা।

পাশ নম্বর কত থাকবে?

জেনারেল স্টাডিজ পেপার- II তে কমপক্ষে ৩৩% নম্বর পেতে হবে (কোয়ালিফাইং মার্কস)।

পূর্বে প্রিলিমিনারি এক্সাম ২০০ নম্বরের দিতে হত। একটি মাত্র পেপার থাকতো। মোট আটটি বিষয়ের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকতো।

মেইনস এক্সাম।

মেইনস এক্সামে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট থাকবে। লিখিত পরীক্ষায় মোট ১০ টি পেপার থাকবে। পেপার A তে থাকবে (বাংলা/ নেপালি), পেপার B তে থাকবে (ইংরেজি)। প্রত্যেক ক্ষেত্রে ধার্য নম্বর ৩০০ করে। প্রতি পেপারে সময়সীমা ৩ ঘন্টা করে থাকবে। পেপার A এবং B এর পর নেওয়া হবে বাকি পেপারগুলির পরীক্ষা।

Paper (I) তে– English Essay & composition,
Paper (II) তে– Tradition and Culture of Bangal,
Paper (III) তে- Gs-I,
Paper (IV) তে- Gs-II,
Paper (V) তে- Gs-III,
Paper(VI) তে- Gs-IV

গ্রুপ A ও গ্রুপ B পদের জন্য থাকবে দুটি অপশনাল পেপার (ঐচ্ছিক বিষয়)। পেপার (VII) তে- অপশনাল সাবজেক্ট পেপার ।, পেপার (VIII) তে- অপশনাল সাবজেক্ট পেপার II.

কত নম্বরের পরীক্ষা হবে WBCS Exam এ ?

প্রতিটি পেপার ২৫০ নম্বর করে হবে। পূর্বে মেইনস পরীক্ষায় রচনাধর্মী ও অবজেক্টিভ— দুই ধরনের প্রশ্নই আসত। এছাড়া ৬ টি আবশ্যিক বিষয় বা কোম্পালসরি পেপার থাকতো।

আরও পড়ুন : WBCS Syllabus Change : WBCS সিলেবাস পরিবর্তন ! প্রকাশিত হলো বিজ্ঞপ্তি !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles