WBP Lady Constable Recruitment 2023 : লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩!

WhatsApp Group Join Now
Google News Follow

WBP Lady Constable Recruitment 2023 : WBP – এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লেডি কনস্টেবল পদে নিয়োগের কথা বলা হয়েছে । ভারতীয় যে কোন নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারে। শিক্ষাগত যোগ্যতা,আবেদনপত্র(WBP Lady Constable Recruitment 2023) নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1dyGi5IX3WT-h2lzFoOxg_vAddT_k0G3U/view?usp=share_link

পদের নাম(Name of the Post) : লেডি কনস্টেবল(Lady Constable)।

শূন্যপদ(Number of Vacancy): ১৪২০টি, ১৪২০ শূন্যপদের বিন্যাস নিচে টেবিল আকারে দেওয়া হল।

শূন্যপদের বিন্যাস
শূন্যপদের বিন্যাস

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে।

অন্যান্য যোগ্যতা(Other Qualifications) : আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকারী নয়।

বয়সসীমা(Age Limit): প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শারীরিক সক্ষমতা(Physical ability) : উচ্চতা ১৬০ সেমি, সংরক্ষিতদের ১৫২ সেমি, এবং দৌড়াতে হবে ৮০০ মিটার চার মিনিট ৩০ সেকেন্ডে।

আবেদন পদ্ধতি: অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

Click Here for Apply Online : https://prb.wb.gov.in/

আবেদন মূল্য(Application Fees): General / EWS / OBC প্রার্থীদের ১৭০/- টাকা। SC / ST প্রার্থীদের ২০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ২৩শে এপ্রিল ২০২৩
আবেদন শেষ ২২শে মে ২০২৩

আরও পড়ুন : WB Municipal Group-C Recruitment : পশ্চিমবঙ্গের পৌরসভায় প্রচুর গ্রুপ সি পদে কর্মী নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles