Yuvasree Prakalpa 2022 : গোটা দেশে কর্মহীন যুবক যুবতীদের মাত্রা ক্রমশ বাড়ছে। এই সমস্যা সমাধান করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প চালু করেছেন। শুধু তাই নয়, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কর্মহীন যুবক যুবতীদের কথা মাথায় রেখে অনেকগুলি প্রকল্প ইতিমধ্যেই চালু করেছেন। এইসব প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। এবারেও বেকার যুবক যুবতীদের জন্য তিনি নতুন একটি প্রকল্প চালু করেছেন। নতুন এই প্রকল্পের নাম হলো যুবশ্রী প্রকল্প(Yuvasree Prakalpa)। রাজ্যের যেকোনো জেলার কর্মহীন যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।তাহলে চলুন এই প্রকল্প সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।
বয়স সীমা(Age Limit): এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রকল্পের উদ্দেশ্য(Objective of the project): রাজ্যের যে সমস্ত কর্মহীন যুবক যুবতী বর্তমানে পড়াশোনা করছেন অথবা যেকোনো জাতীয় প্রশিক্ষণের সাথে যুক্ত আছেন তারা যাতে আর্থিক কারণে এই প্রশিক্ষণ অথবা পড়াশোনা চালিয়ে যাওয়া থেকে বিরত না হয় তাই এই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন।
টাকার পরিমাণ(Amount) : এই প্রকল্পের জন্য মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া(How to Apply):
- আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে (Yuvasree Prakalpa Apply) হবে অনলাইন মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
Click here for Apply Online : https://employmentbankwb.gov.in/yuva_utsaha_prakalpa.php
- এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপর সেখানে ‘New Enrolment Job Seeker’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Accept’ করে ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে।
Click Here for New Enrolment Job Seeker : https://employmentbankwb.gov.in/accept.php?type=1
- এরপর আপনার সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
Details fill up by Online for Online Application : https://employmentbankwb.gov.in/jobseeker.php
Following documents need to be uploaded to complete the registration process:
- Name, Date of Birth – MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate
- Proof of Residence – Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card Caste (other than General) – Caste Certificate
- Physically Challenged – PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
- Educational Qualification – Marksheets or Certificates of all Exams passed / Transfer Certificate
- আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার সিগনেচার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
- সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে আপনার কাছে রেখে দিতে হবে।
যোগ্যতা(Qualification):
এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা অথবা যেকোনো জাতীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকতে হবে। আপনি যদি অনেকদিন আগেই পড়াশোনা ছেড়ে দিয়ে থাকেন অথবা কোনো প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত না থাকেন তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে প্রিন্ট আউটটি আপনি বের করবেন সেটি আগামী ৬০ দিনের মধ্যে আপনার কাছের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে। যদি ৬০ দিনের বেশি হয়ে যায় তাহলে এই আবেদনপত্র আর গ্রহণ করা হবে না। এরপর এক্সচেঞ্জ অফিসের আধিকারিকরা আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্ম দেখে তার ব্যাকগ্রাউন্ড বিচার করে তাকে যোগ্য বলে মনে করবেন। এরপর সেই প্রার্থীর ফোনে একটি ‘User Id’ এবং ‘Password’ আসবে। এরপর একটি নির্বাচিত প্রার্থীদের নামের শর্টলিস্ট বের করা হবে। যদি সেখানে আপনার নাম থাকে তাহলে তার পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ১৫০০/- টাকা করে ঢুকবে।
আবেদনের শেষ তারিখ(Last Date of Apply):
- এই প্রকল্পের জন্য আবেদন করার অফিসিয়াল পোর্টাল খুলেছে অনেকদিন আগে। এখানে আবেদন প্রক্রিয়া এখনও চলছে।
- এই প্রকল্পের জন্য সমস্ত বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
- এই ধরনের নতুন নতুন আপডেট এবং অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
আরও পড়ুন : LIC New Policy 2022 – এককালীন প্রিমিয়াম দিয়ে পান প্রতি মাসে 12000 টাকা পেনশন।