Bandhan Bank Recruitment 2022 : বন্ধন ব্যাংক – উচ্চমাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে প্রচুর পদে নিয়োগ, বেতন 20,700/- টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Bandhan Bank Recruitment 2022 : বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank Job) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি ৩ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

ব্যাঙ্কিং বিভাগে বছরের শেষে ব্যাংকে প্রচুর পরিমাণে মুনাফা তৈরি হয়েছে, অন্যান্য ব্যাংকের তুলনায় বন্ধন বর্তমানে সবথেকে বেশি মুনাফা তৈরি করেছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংক (Bandhan Bank) সিদ্ধান্ত নিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতবর্ষে আরো প্রচুর পরিমাণে বন্ধন ব্যাংকের নতুন শাখা তৈরি করা হবে। এমতাবস্তায় সমগ্র ভারতবর্ষে প্রায় ২৬০ টির মতন নতুন ব্রাঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ১২০০ শূন্যপদে নিয়োগ করা হবে।

এই চাকরির জন্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পূর্বে বন্ধন ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে তা-ই হয়েছে।

Click here for Official Website : https://bandhanbank.com/

শূন্যপদ(Details of Vacancy) : বন্ধন ব্যাঙ্কে প্রায় ১২০০০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক
পাশ অথবা গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাশ করে আছেন তারা বন্ধন ব্যাংক এ গ্রুপ-ডি অর্থাৎ PA বা অন্যান্য চাকরি করতে পারবেন।

পদের নাম(Name of the Post) :

ব্যাংকিং ইউনিটে মোট দুই ধরনের পদ রয়েছে সেগুলি হল-

1. RO(Relationship Officer )
2. RO-SS(Relationship Officer – Super Server)

জেনারেল ব্যাংকে যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে:

প্রশাসন

  • কৃষি ব্যবসা
  • বিশ্লেষণ/BIU/কর্পোরেট কৌশল
  • নিরীক্ষা
  • ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা
  • শাখা ব্যাংকিং
  • সম্মতি
  • মাইক্রো ব্যাংকিং
  • অন্যান্য
  • খুচরা সম্পদ
  • ঝুঁকি
  • এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং
  • ট্রেড ফাইন্যান্স
  • কোষাগার
  • পাইকারী ব্যাঙ্কিং
  • কর্পোরেট বেতন
  • কর্পোরেট সেবা
  • ডিজিটাল ব্যাঙ্কিং
  • অর্থ ও হিসাব
  • হাউজিং ফাইন্যান্স
  • মানব সম্পদ
  • আইটি
  • আইনি/ভিজিল্যান্স
  • মার্কেটিং

বেতন(Salary): বন্ধন ব্যাঙ্কে চাকরিরত প্রার্থীদের প্রতি মাসে ১৪,৫০০/- টাকা করে বেতন দেওয়া হবে। প্রতিবছর বেতনবৃদ্ধির ব্যবস্থা আছে। এছাড়াও এই চাকরিতে সরকারি চাকরির মতন অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং এখানে সব থেকে বেশি সুবিধা হল থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রিতে।

বয়সসীমা(Age Limit) : বন্ধন ব্যাঙ্কের এই পদগুলির জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

প্রমোশন(Promotion): বন্ধন ব্যাঙ্কে চাকরিরত প্রার্থীদের তাদের কাজের উপর ভিত্তি করে প্রতিবছর
প্রমোশন এর ব্যবস্থা রয়েছে। ভালো কাজ করলে চাকরি প্রার্থীরা খুব অল্পদিনের মধ্যেই ম্যানেজার পোস্টে উপনীত হউয়ার সুযোগ রয়েছে।

চাকরির স্থান(Place of employment): চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গের মধ্যেই নিয়োগ করা হবে। এমনকি
প্রথম অবস্থাতে তাদের নিজের জেলাতেই চাকরি হবে।

আবেদন পদ্ধতি(Application Procedure): চাকরিপ্রার্থীদের আবেদন করার পূর্বে তাদের একটি বায়ো ডাটা বানাতে হয়ে। এরপর চাকরিপ্রার্থীদের সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস মাধ্যমিকের ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটি খামে ভরে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং ইউনিটে গিয়ে অথবা বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে। জমা দেওয়ার কিছুদিন পরেই ওই নির্দিষ্ট এরিয়ার ডিভিশন অফিস থেকে আপনাকে ডাকা হবেইন্টারভিউ এর জন্য। ইন্টারভিউ সিলেকশন হলেই আপনাকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে আপনাকে চাকরিতে নিযুক্ত করা হবে।

Note : এখানে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার থেকে অফলাইনে আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি।

Click here for Apply Online : https://bandhanbank.com/careers

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে(All the documents to be submitted
along with the application form):

(১) বায়ো ডাটা।

(২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।
(৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
(৬) প্যান কার্ড।

আবেদন করার কতদিন পরে চাকরি হবে(How long will the job be after applying)?
আবেদন করার কিছুদিন পরেই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে পাস করার এক মাসের মধ্যেই প্রার্থীদের নিযুক্ত করা হবে।

ছুটির ব্যবস্থা কেমন হবে(How will the vacation be arranged)?
প্রতিমাসে চারটা রবিবার এ দুটো শনিবার ছুটি পাবেন। এছাড়াও আরো ২৫টি এক্সট্রা ছুটি প্রার্থীরা তাদের ইচ্ছে মত নিতে পারবেন।

আরও পড়ুন :  WB JOB RECRUITMENT | দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে 30 হাজার কর্মী নিয়োগ!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles