Cochin Shipyard Limited Recruitment : কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে একদম বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়োগ করা হবে।
ট্রেনিং এর সময় থেকেই প্রার্থীরা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবে। গোটা রাজ্যজুড়ে সমস্ত জেলা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, স্টাইপেন্ড, শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Click here for Official Website : https://cochinshipyard.in/
গুরুত্বপূর্ণ কিছু বিষয় |
|
নোটিশ নম্বর |
P&A/6(140)/21 |
নোটিশ প্রকাশের তারিখ |
12.11.2022 |
আবেদনের মাধ্যম |
অনলাইনে আবেদন করতে হবে। |
নিয়োগের তথ্য (Post Details):
(1) পদের নাম(Name of the Post) : ITI ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice)
স্টাইপেন্ড(Monthly Stipend) : এই পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রতিমাসে 8,000 টাকা স্টাইপেন্ড
দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): এই পদের জন্য আবেদন প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
মোট শূন্যপদ(Number of Vacancy) : 348 টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে(All trades to be employed):
- Electrician
- Fitter
- Welder
- Machinist
- Painter
- Sheet metal Worker
- Fitter Pipe
- এছাড়াও আরো অন্যান্য।
(2)পদের নাম(Name of the Post) : টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)
স্টাইপেন্ড(Monthly Stipend) : এই পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রতিমাসে 9,000 টাকা স্টাইপেন্ড
দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): এই পদের জন্য আবেদন প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ভোকেশনাল বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে।
মোট শূন্যপদ(Number of Vacancy) : 8 টি।
- Accounting & Taxation
- Basic Nursing Care
- Customer Relationship Manager
- Electrical & Electronic Technology
- Food & Restaurant
Click here for Official Notification :https://cochinshipyard.in/uploads/career/3dae7c9fe0e7986188c9a15b8d726021.pdf
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশপ্রকাশ |
12.10.2022 |
আবেদনশুরু |
12.10.2022 |
আবেদনশেষ |
26.10.2022 |
বয়সসীমা(Age Limit) : উভয় ট্রেড আপেন্টিস পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 26.10.2022 তারিখ অনুযায়ী 18 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি(Recruitment process): প্রার্থীদের প্রথমে নাম শর্ট লিস্টেড করা হবে। এরপরে প্রার্থীদের
শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি(Application Procedure):
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
Click here for apply Online : https://cochinshipyard.in/careersummary/career_locations/1
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে তৈরি করা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
আরও পড়ুন : WB Group-C & Group-D Recruitment: রাজ্যে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ|