West Bengal Scheme 2022 : রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকেই পাবেন 1 লক্ষ টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

West Bengal Scheme 2022 : মানুষের বেচেঁ থাকার জন্য সাধারণ তিনটি মৌলিক চাহিদা হলো খাদ্য,
বস্ত্র ও বসস্থান তথা একটি গৃহ। তাই সাধারণ বিভিন্ন মানুষ যাদের থাকার মতো ভালো একটি বাড়ি নেই
তাদের কথা মাথায় রেখেই এই বাংলা আবাস যোজনা এর সূচনা করা হয়েছে।

Overview of Bangla Awas Yojana New List

Launched By By Chief Minister Mamata Banerjee
Year 2022-2023
Beneficiaries Poor Families
Application Procedure Online and Offline Mode
Objective Providing housing construction facilities to citizens living below the poverty line
Benefits Providing housing to the poor families of the state
Category West Bengal Government Schemes

 

যোজনা/ প্রকল্পের বিবরন(Description of Scheme/Project) :  পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ
থেকে রাজ্যের সাধারণ জনসাধারণের জন্য বাংলা আবাস যোজনা রয়েছে। তাদের মধ্যে হাজার হাজার তথা
লক্ষ লক্ষ অনেক সাধারণ মানুষ রয়েছে যাদের থাকার মতো একটি ভালো বাড়ি পর্যন্ত নেই।

মোট যতজন পাবেন এর সুবিধা(Total as many people will get the benefits): এই প্রকল্প তথা
যোজনার আওতায় রাজ্যের প্রায় 50 লক্ষ সাধারণ মানুষকে নিয়ে আসা হচ্ছে ।

মূলত কাদের দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা(Basically who is being given this financial
assistance): বিভিন্ন সাধারণ গরীব মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এখানে। যাদের সামান্য একটি
বাড়ি করার সামর্থ্য নেই কিংবা ভালো বাড়ি নেই থাকার মত কিংবা যাদের বাড়ির বেহাল অবস্থা তারাই
এখানে এই প্রকল্প তথা যোজনার জন্য আবেদন করতে পারবেন।

আর্থিক সহায়তা এর পরিমাণ (Amount of financial assistance): এখানে মোটামুটি সব মিলিয়ে 1 লক্ষ 20 হাজার টাকা করে দেওয়া হবে প্রতি জন হিসাবে। সব থেকে বড় কথা হলো, এই টাকা একেবারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

যেসব শর্ত ও যোগ্যতা দরকার(Conditions and qualifications required):

রাজ্যের এই সরকারি প্রকল্প তথা যোজনা (WB Govt Scheme) এ আবেদন জানাতে গেলে বেশ কিছু
যোগ্যতা তথা শর্ত থাকা দরকার। এগুলি নিচে বিস্তারিত তুলে ধরা হলো,

1. প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা তথা অধিবাসী হতে হবে।
2. আবেদনকারীর মোট বার্ষিক আয় এর পরিমাণ দরিদ্র সীমার নিচে থাকতে হবে।
3. আপনি একবারই এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ যারা পূর্বে ইতিমধ্যে এই আর্থিক সহায়তা
পেয়েছেন তাদের আর এখানে আবেদন গ্রহণ করা হবে না।
4. এখানে আবেদনের ক্ষেত্রে আপনার অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই
হবে।

আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট(Documents required to apply): এই আর্থিক সহায়তা পেতে আবেদন করতে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. আধার কার্ড
2. ভোটার কার্ড
3. জব কার্ড
4. রেশন কার্ড
5. পাসপোর্ট সাইজের রঙিন ফটো
6. স্থায়ী ঠিকানার তথা বাসিন্দার প্রমাণপত্র

আবেদন পদ্ধতি(Application Procedure): নিম্নলিখিত কয়েকটি ধাপে এখানে আবেদন জানাতে হবে।

1. প্রথমে নিজস্ব এবং নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত (GP) অফিসে গিয়ে যোগাযোগ করুন।
2. এই বাংলা আবাস যোজনা এর ফর্ম সংগ্রহ করে নিন সেখান থেকে ।
3. অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ।
4. নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আধার নম্বর, ভোটার কার্ড
নম্বর ইত্যাদি আরো তথ্য দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে যাবতীয় ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ
অ্যাটেস্টেড করে এর সঙ্গে জুড়ে দিন।

6. তারপর এগুলি সব একটি খামের মধ্যে ভরে আপনাকে সেই গ্রাম পঞ্চায়েত অফিসেই জমা করতে হবে।

যেভাবে অনুদানের টাকা পাবেন(How to get grant money): গ্রাম পঞ্চায়েত এর আধিকারিকের
লোকজন আপনার আবেদনপত্র ভালো করে যাচাই করে দেখবে। তারপর সব ঠিকঠাক থাকলে আপনার
সঙ্গে যোগাযোগ করে নেবে। আপনার বাড়ি পরিদর্শন করবে তারা। এরপরই তারা সব ঠিকঠাক দেখেলে
আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : Bangla Awas Yojona – পুজোর আগেই বাংলা আবাস যোজনার টাকা, বিনামুল্যে জমি ও বাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles