WB Rail Group-D Recruitment : রেলে প্রচুর পরিমাণে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে।

Join Our WhatsApp Group For New Update

WB Rail Group-D Recruitment : ভারতীয় রেল বিভাগের তরফ থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর ফলে সারা দেশের যে কোন প্রান্তের অষ্টম শ্রেণী পাস নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই বিভাগে আবেদনকারী সফল প্রার্থীদের অ্যাপ্রেন্টিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে।

Click here for Official Website : https://plw.indianrailways.gov.in/

শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-আবেদনকারী সফল প্রার্থীদের অ্যাপ্রেন্টিস ডিপার্টমেন্টের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যে যে পদে তাদেরকে নিয়োগ করা হবে সেগুলি হল-

a. ইলেকট্রিশিয়ান(Electrician) :

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে আপনাকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ২ বছরের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর
প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

b. মেকানিক(Mechanics)-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ১বছরের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর
প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

c. ওয়েলডার(Welder)- 

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ১ বছরের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। এক্ষেত্রেও
সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

d. ফিটার(Fitter)-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ২ বছরের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে ‌‌। এই পদের ক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

e. মেসিনিস্ট(Machinist)- 

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ২ বছরের ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে ‌‌। এই পদের
ক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(How to Apply): এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো
একটি পদের জন্য আবেদন করতে হবে। প্রত্যেক পদের ক্ষেত্রেই আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে
আবেদন করতে হবে। এর জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আপনাকে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২) এরপর সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।

৫) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Complete।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস(Documents required for application):- 

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।
২) আধার কার্ড স্ক্যান করা।
৩) আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।
৪) ITI Trade কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা ( যদি থাকে)।
৬) একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

আবেদন ফি(Application Fees) : আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং
সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি(How to Recruit) : এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে ‌‌‌। এই মেরিট লিস্ট আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই সবকিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের ডেকে নিয়ে সংশ্লিষ্ট পদের জন্য ১বছরের ট্রেনিং করানো হবে।

Click here for 1 st Time Registration:
https://plw.indianrailways.gov.in/works/dmwadd.jsp?lang=0&id=0,300,733

Click here if Already Registered :

https://plw.indianrailways.gov.in/dmwLogin.jsp?lang=0&id=0,295,333,433,481

স্টাইপেন্ড (Monthly Stipend) : ট্রেনিং চলাকালীন ওয়েল্ডার ও মেকানিক দের প্রতি মাসে ৭০০০ টাকা এবং মেসিনিস্ট, ফিটার, ইলেকট্রিশিয়ান দের ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০-৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এবং প্রশিক্ষণ শেষে তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার সময় সীমা(Application time limit) :  আবেদন পত্র জমা নেওয়া গত ১৭/১০/২০২২
তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ১৬/১১/২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : HDFC Bank Recruitment : ১২,৫৫১ টি শূন্যপদে নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় ব্যাঙ্কের চাকরির জন্য আজই আবেদন করুন।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles