WB Primary TET 2022 Admit Card : ২০২২ সালের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১১ই December,২০২২। টেট পরীক্ষা ২০২২ নিয়ে বেশকিছু নতুন পদক্ষেপ করছে প্রাথমিক পর্ষদ।
এবারের অর্থাৎ ২০২২ সালের পরীক্ষার্থীর সংখ্যা ছাপিয়ে যাবে বিগত বছরের সমস্ত প্রাথমিক টেট পরীক্ষাকে। জানা গিয়েছে এই বছর,২০২২ সালে টেট পরীক্ষা দেবে প্রায় ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী!
WB Primary TET 2022 পরীক্ষার জন্য তাই পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক পর্ষদ। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। রাজ্যজুড়ে ১৫০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
Click here for More Details : https://www.wbbpe.org/
WB Primary TET 2022 Admit card
Board Name |
West Bengal Board of Primary Education (WBBPE). |
Exam |
WB Primary TET (Teacher Eligibility Test) 2022. |
Notification Released |
29th October 2022. |
Exam Date |
11th December. |
Admit Card Release date |
3rd to 5th December 2022. |
Article Category |
Admit card |
Admit issue |
Online mode |
টেট পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্র হিসাবে বাদ যাচ্ছে রাজ্যের ডিএলএড কলেজগুলি! এবারের টেট (WB Primary TET 2022 Admit Card) নেওয়া হবে রাজ্যে সরকার অধিনস্ত স্কুল এবং কলেজে নেওয়া হবে প্রাথমিক টেট ২০২২ বলে খবর।
প্রাথমিক টেট অ্যাডমিট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
১৫০০ এরও বেশি পরীক্ষাকেন্দ্রে এবারের টেট পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে যে তালিকা এসেছিল তার মধ্যে থেকেই পরীক্ষাকেন্দ্র ঠিক করা হয়েছে। পরীক্ষার ৭ দিন আগে থেকে পরীক্ষার্থীদের দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
২রা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে !
এক নজরে ২০২২ এ প্রাথমিক টেট সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক।
- ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা।
- প্রায় ৭ লক্ষের বেশি আবেদন।
- পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ২ ঘন্টা আগে ঢুকতে হবে।
- পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন।
- ৭ দিন আগে অ্যাডমিট কার্ড।
- অনলাইনেডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
এবারের টেট পরীক্ষা ২০২২ সালের জন্য যে আবেদন জমা পরেছে সেখানে দেখা যাচ্ছে যে ডিইলইডি ক্যান্ডিডেট দের চেয়ে বিএড ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটদের আবেদন বেশি জমা পরেছে।
কিভাবে প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমে প্রাথমিক পর্ষদের অফিশিয়াল সাইট ভিজিট করতে হবে।
- সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক থাকবে।
- ঐ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এর পর নিজের জন্ম তারিখ এবং রেজিস্টেসন নাম্বার পুট করতে হবে।
- এর পর সাবমিট ঘরে ক্লিক করতে হবে।
- এর পর আপনার WB TET Admit Card 2022 কার্ড টি স্ক্রিনে চলে আসবে।
- উপরে ডাউনলোড ঘরে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন।
- এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলে সেটা প্রিন্ট করে নেবেন।