ICC World Test Championship : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে সুবিধা হল ভারতের । একদিকে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ভারতের দুর্দান্ত জয়। অন্যদিকে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হার। একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড়সড় রদবদল চোখে পড়ল। বলাবাহুল্য, ভারত চতুর্থ স্থান থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে আসে।
Click here for more Details : https://www.icc-cricket.com/world-test-championship/standings
ICC World Test Championship এর পয়েন্ট টেবিলে ভারতের উত্থান ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দিকে এক ধাপ এগিয়ে গেল ভারত। দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলিরা। বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার উপরে উঠে এসেছিল ভারত। কিছু সময় পরেই দক্ষিণ আফ্রিকা হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাতে পয়েন্ট শতাংশ কমে যায় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় স্থানে পৌঁছে যায় ভারত। শীর্ষ স্থান ধরে রাখল অস্ট্রেলিয়াই।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশে টেস্ট এর ফলাফল এবং তার সাথে সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্ট টেবিলে ভারতের উত্থান।
রবিবার সকালে ১৮৮ রানে জেতে ভারত। চট্টগ্রামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পঞ্চম দিনের সকালে খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৫০ মিনিটের মধ্যে শাকিব আল হাসানদের সাজঘরে পাঠিয়ে দেন অক্ষর পটেলরা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৫.৭৭ শতাংশ পয়েন্ট। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারত ১৩টি ম্যাচ খেলে পেয়েছে সাতটি জয়, চারটি হার এবং দু’টি ড্র। ৮৭ পয়েন্ট পেয়েছে ভারত। ৫ পয়েন্ট কাটা গিয়েছিল পেনাল্টি হিসাবে।
টেস্ট চ্যাম্পিয়নসেপে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ।
অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বিস্তর। দ্বিতীয় স্থানের জন্য লড়াই ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার হারে সুবিধা হল টিম ইন্ডিয়ার।
আপডেটেড পয়েন্ট টেবিল বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের।
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৩, জয়-৯, হার-১, ড্র-৩, পয়েন্ট-১২০, পয়েন্টের শতকরা হার- ৭৬.৯২।
২) ভারত: ম্যাচ-১৩, জয়-৭, হার-৪, ড্র-২, পয়েন্ট-৮৭, পয়েন্টের শতকরা হার- ৫৫.৭৭।
৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১১, জয়-৬, হার-৫, ড্র-০, পয়েন্ট-৭২, পয়েন্টের শতকরা হার- ৫৪.৫৫।
৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।
৫) ইংল্যান্ড: ম্যাচ-২১, জয়-৯, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১১২, পয়েন্টের শতকরা হার- ৪৪.৪৪।
৬) পাকিস্তান: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৬, পয়েন্টের শতকরা হার- ৪২.৪২।
৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৪০.৯১।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ-৯, জয়-২, হার-৬, ড্র-১, পয়েন্ট-২৮, পয়েন্টের শতকরা হার- ২৫.৯৩।
৯) বাংলাদেশ: ম্যাচ-১১, জয়-১, হার-৯, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১২.১২।
আরও পড়ুন :Commonwealth Games 2022 : সোনার ছেলে!কমনওয়েলথ গেমসে টানা দু’বার স্বর্ণপদক কুস্তিগিরের(ভারতীয়)।