WB Job Recruitment 2023 : রাজ্য সরকারের অধিনে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী । জেলায় জেলায় কত শূন্য পদ রয়েছে তা জানানো হয়েছে। প্রায় সব জেলায় প্রচুর পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বাংলা সহায়তা কেন্দ্র। যাকে BSK কেন্দ্র বলে অনেকেই চেনে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলায় কমবেশি শূন্য পদে প্রায় মোট ৩ হাজার পদে নিয়োগ করা হবে।
Click here for More Details : https://bsk.wb.gov.in/
শূন্যপদ(Number of Vacancy) : ৩০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পাশ হতে হবে।
বয়সসীমা(Age Limit) : বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি(Application Procedure) : বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে Webel Technology. তাই অনলাইনে আবেদন করতে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিসিট করতে হবে।
Click here for Official Website : https://www.wtl.co.in/index.html
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Procedure): সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ করা হবে কী কী পদে ?(What posts will be appointed?) :
- ডাটা এন্ট্রি অপারেটর ( DEO )
- চিফ টেকনোলজি অফিসার ( CTO )
- চিফ ফাইন্যান্স অফিসার ( CFO )
- সিনিয়র সফটওয়্যার পার্সোনাল
- রেকনসিলেশন পার্সোনাল
- হেল্প ডেস্ক পার্সোনাল
- চিফ অপারেটিং অফিসার ( COO )
আরও পড়ুন : IOCL Recruitment 2023 : ইন্ডিয়ান অয়েলের তরফে কর্মী নিয়োগ ! বেতন 25,000 টাকা |