BHEL Recruitment 2023 : ভারত ইলেকট্রনিক্সে লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Click here for Official Notification : https://www.exambangla.com/wp-content/assets/2023/03/Notification-BEL-Project-Engineer-I-Posts.pdf
Employment No- 383/PE-I/HR/2023
পদের নাম(Name of the Post) : – Project Engineer
মোট শূন্যপদ(Number of Vacancy) : – ১১০ টি।
Category wise Vacancy : – (UR-43, EWS-12, OBC-30, SC- 15, ST-10)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : – যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics/Telecommunication/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical and Electronics/ Electrical/Communication/Mechanical/ Computer Science/Computer Science & Engineering/Computer Science Engineering / Information Science/ Information Technology–তে B.E/ B.Tech/ B.Sc করা থাকলে আবেদন করতে পারবেন।
C, C++, Java, Web technologies(HTML/CSS/JavaScript)/ software testing/ System administration (Linux/Windows/RDBMS) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স(Age Limit) : – সর্বোচ্চ বয়স প্রার্থীর ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব হবে ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন(Salary) : – বেতন প্রতিমাসে ৪০,০০০/- টাকা থেকে ৫৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি(Application Procedure) : – প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে Google Form -এ গিয়ে বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, সই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
Click here for Fill-up google form for Application : docs.google.com/forms/d/e/1FAIpQLSeUL_eU0UQMgM7dWftDVUxJVgLoWgDXaAGslaRq_XzZDACDXQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : – ১৭ মার্চ, ২০২৩
নিয়োগ স্থান(Place of Recruitment) : – প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন :SSC Recruitment 2023 : SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন !