AAI Recruitment 2023 : এয়ারপোর্ট ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ,বেতন প্রতিমাসে ১৫ হাজার টাকা।

Join Our WhatsApp Group For New Update

AAI Recruitment 2023 : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Click here for Official Notification : https://www.exambangla.com/wp-content/assets/2023/03/AAI-CLAS-Security-Scanner-Recruitment-2023-Notification-PDF.pdf 

Employment No : 04/2023

পদের নাম(Name of the Post) : – Security Screener

মোট শূন্যপদ(Number of Vacancy) : – ৪০০ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : –  স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স(Age Limit) : – প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১৯ মার্চ, ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন(Salary) : – প্রতিমাসে বেতন ১৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি(Application Process) : – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here for Official Website for Application Online : http://aaiclas.aero/careeruser/login

রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি(Application Fees) : – GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি বাবদ  এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।

আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : – ১৯ মার্চ, ২০২৩।

নিয়োগ পদ্ধতি(Recruitment Process) : – প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : BHEL Recruitment 2023 : ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ,বেতন প্রতিমাসে ৪০ হাজার টাকা।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles