JK Tyre Shiksha Sarthi Scholarship : আবেদন করলেই পাবে 15,000 টাকা !!! এই বেসরকারি স্কলারশিপে !!! আবেদন প্রক্রিয়া দেখে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

JK Tyre Shiksha Sarthi Scholarship : দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য বিভিন্ন সংস্থা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। এরকমই একটি বেসরকারি সংস্থা JK Tyre পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করার জন্য জে কে টায়ার শিক্ষা সারথি স্কলারশিপের সূচনা করেন এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বার্ষিক ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকাপর্যন্ত পেতে পারে।

: আবেদন করতে পারবেন কারা :

  • গ্রাজুয়েশন স্তরের ছাত্রছাত্রীরা মূলত এই পদে আবেদন করতে পারেন। BCA-ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA), B.Sc. (CS) কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স (BSc CS), BCS ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, BIBF-ব্যাচেলর অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ফাইন্যান্স (BIBF), BBA- ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA), BBM-ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট (BBM), BBS-ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ (BBS), B.Sc. (IT) ব্যাচেলর অফ সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি (BSc IT), B.Stat. -ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিকস (BSat), LLB-ব্যাচেলর অফ ল লজ (LLB) সহ বিভিন্ন কোর্সে পাঠরত পড়ুয়ারা মূলত আবেদন করতে পারবেন।
  • AICTE/NAAC/UGC/Govt শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন
  • প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণীতে নূন‍্যতম ৬০% নম্বর পেতে হবে।
  • এই স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীর আবেদন করতে পারবে অর্থাৎ এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য।

: কোন কোন ক্লাসের জন‍্য কত বৃত্তি প্রযোজ‍্য :

আন্ডার গ্রাজুয়েট(UG) প্রার্থীদের জন‍্য ১৫,০০০ টাকা
Diploma তে যেকোনো কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের জন‍্য ১৫,০০০ টাকা
ITI তে পাঠরত ছাত্রছাত্রীদের জন‍্য ১৫,০০০ টাকা
B.E./B.Tech. (BE/BTech) ২৫,০০০ টাকা
B.Sc.(Nursing)-Bachelor of Science in Nursing (BSc Nursing) ২৫,০০০ টাকা

 

: প্রয়োজনীয় নথিপত্র :

নীচে উল্লিখিত সকল ডকুমেন্টস jpg বা png format এ আপলোড করতে হবে।

  • পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর।
  • নিজস্ব পরিচয়পত্র প্রার্থীর ।
  • প্রার্থীর নিজস্ব ঠিকানা।
  • পারিবারিক বাৎসরিক আয়।
  • প্রারম্ভিক শিক্ষা বর্ষের সার্টিফিকেট।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান।

: গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরুর তারিখ বর্তমানে আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ ১৫/২/২০২৪ (১৫ই ফেব্রুয়ারি আবেদন চলবে)

 

স্কলারশিপ সম্পর্কিত অফিশিয়াল আপডেট দেখুন :  https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/432/1195_8.html

অনলাইনে সরাসরি আবেদন করুন : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/registration

হেল্পলাইন :এই স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে ইমেইল করুন – vidyasaarathi@proteantech.in।

আরও পড়ুন : PNB Scholarship 2023-24 : ছাত্রছাত্রীরা বছরে ৪০০০০ টাকা পাবে !!! অনলাইনে আবেদন !!! কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles