ONGC Recruitment 2024 : ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে (ONGC) ২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের ONGC সেন্টারগুলোতে হবে। আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা ITI পাস হতে হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1T8f_7b6ef08lq1nkU3-xaE4tlVzwUvmI/view?usp=sharing
ONGC -এর বিভিন্ন জোনে এপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। গোটা দেশজুড়ে ONGC -র মোট ৬ টি জোন বা সেক্টর রয়েছে।
জোন/ সেক্টর অনুযায়ী শূন্যপদের বিন্যাস :
ONGC এপ্রেন্টিস শূন্যপদ | |
নর্দান সেক্টর | ১৬১ টি |
মুম্বাই সেক্টর | ৩১০ টি |
ওয়েস্টার্ন সেক্টর | ৫৪৭ টি |
ইস্টার্ন সেক্টর | ৫৮৩ টি |
সাউদার্ন সেক্টর | ৩৩৫ টি |
সেন্ট্রাল সেক্টর (কলকাতা, আগরতলা, বোকারো) | ২৪৯ টি |
সেন্ট্রাল সেক্টরের অধীনে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ হবে। সেগুলি হল :
- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ১২টি,
- কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ১০টি,
- ফিটার- ২টি, মেকানিক ডিজেল- ২টি,
- এবং ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas)- ৬টি।
আবেদনকারীদের জন্য বিশেষ শর্ত হল :
আবেদনকারীদের জন্য বিশেষ শর্ত হল যে, তারা যেই সেক্টরের জন্য আবেদন করবেন, সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারের শূন্যপদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে, যা হিসাব করতে হবে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখের ভিত্তিতে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেহেতু পশ্চিমবঙ্গের শূন্যপদের জন্য কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীরাই আবেদন করতে পারবেন, তাই কলকাতা ওয়ার্ক সেন্টারের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ :
- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট : যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
- কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট : COPA ট্রেডে ITI পাশ।
- ফিটার : Fitter ট্রেডে ITI পাশ।
- মেকানিক ডিজেল : Diesel Mechanic ট্রেডে ITI পাশ।
- ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas) : সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
স্টাইপেন্ড : এপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এপেন্টিস প্রশিক্ষণের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা স্টাইপেন্ডের পরিমাণ ধার্য রয়েছে।
আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Apprentice Opportunities’ ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অনলাইনে আবেদন করা যাবে।
Click here for Apply Online : https://www.apprenticeshipindia.gov.in/
আবেদনের শেষ তারিখ : অনলাইনে আবেদন চলবে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।