Railway Recruitment 2024 : ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের আওতায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ আসছে। বিশেষ আকর্ষণ, প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। প্রশিক্ষণটি ভারতীয় রেল থেকে প্রদান করা হবে, যা দেশের বৃহত্তম পরিবহন সংস্থা। রেলের মতো বড় প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই এই প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ করলে, রেলে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1kOYwoTDoMY_QUiZtLIdYnZoFS2HDy3_-/view?usp=sharing
যেকোনো ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গসহ দেশের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ও আবেদনের শেষ তারিখ সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নীচে দেওয়া হল। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Click here for Official Website for Application : https://www.rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1

Employment No. : RRC/WR/03/2024
প্রশিক্ষণের নাম : অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)।
মোট শূন্যপদ : ৫০৬৬ টি। (UR- ২০৪৫ টি, SC- ৭৫১ টি, ST- ৩৭৯ টি, OBC- ১৩৭২ টি, EWS- ১৫৯ টি)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা আবশ্যক। এছাড়াও, NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ, আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন, সেই ট্রেডে ITI কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।