Contents
Ramkrishna Mission Recruitment 2022 : রামকৃষ্ণ মিশনে ক্লার্ক, পিওন, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।রাজ্যের যে কোন জেলা থেকে নারী–পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ |
10.08.2022 |
আবেদন শুরু |
11.08.2022 |
আবেদন শেষ |
05.09.2022 |
আমরা বিস্তারিতভাবে জেনে নেব এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য।
নিয়োগের তথ্য (Post Details) :
Name of the Post (পদের নাম) : ক্লার্ক (Clerk)
Salary(বেতন) :
এই পদের জন্য প্রতিমাসে 22,700 থেকে 58,500 টাকা বেতন দেওয়া হবে।
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) :
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
Name of the Post (পদের নাম ) : পিওন (Peon)
Salary (বেতন):
প্রতিমাসে 17,000/- থেকে 43,600/- টাকা বেতন দেওয়া হবে।
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) :
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বাংলা ভাষা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।
Age Limit (বয়সসীমা):
আবেদনপ্রার্থীর(Ramkrishna Mission Recruitment 2022) বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
Name of the Post (পদের নাম): ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (Workshop Instructor)
Salary (বেতন):
এই পদের জন্য প্রতিমাসে 27,000 থেকে 69,800/- টাকা বেতন দেওয়া হবে।
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা করা থাকতে হবে।
Age Limit (বয়সসীমা) :
আবেদনপ্রার্থীর(Ramkrishna Mission Recruitment 2022) বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
How to Apply (আবেদন পদ্ধতি):
- সমস্ত পদগুলিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।
- আপনাকে আবেদনপত্রটি পূরণ করবেন এবং আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি যোগ করবেন।
- সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিবেন।
Documents Require (প্রয়োজনীয় নথিপত্র):
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
Address for submission of application form (আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা) :
To, The Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt. Sponsored), Narendrapur, Kolkata – 700103, WB.
Recruitment Agency: Ramakrishna Mission Industrial Training Centre
আরও পড়ুন : Google Internship 2022: ভারতে বিরাট কর্মসংস্থানের সৃষ্টি, সঙ্গে মোটা অঙ্কের বেতন।