Ramkrishna Mission Recruitment 2022 : রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি- ক্লার্ক, পিয়ন, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদে নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Ramkrishna Mission Recruitment 2022 : রামকৃষ্ণ মিশনে ক্লার্ক, পিওন, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।রাজ্যের যে কোন জেলা থেকে নারীপুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ

10.08.2022

আবেদন শুরু

11.08.2022

আবেদন শেষ

05.09.2022

 

আমরা বিস্তারিতভাবে জেনে নেব এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য।

নিয়োগের তথ্য (Post Details) :

Name of the Post (পদের নাম) :  ক্লার্ক (Clerk)

Salary(বেতন) :

এই পদের জন্য প্রতিমাসে 22,700 থেকে 58,500 টাকা বেতন দেওয়া হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) :

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

Name of the Post (পদের নাম ) : পিওন (Peon)

Salary (বেতন):

প্রতিমাসে 17,000/- থেকে 43,600/- টাকা বেতন দেওয়া হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) :

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বাংলা ভাষা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

Age Limit (বয়সসীমা):

আবেদনপ্রার্থীর(Ramkrishna Mission Recruitment 2022) বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

Name of the Post (পদের নাম): ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (Workshop Instructor)

Salary (বেতন):

এই পদের জন্য প্রতিমাসে 27,000 থেকে 69,800/- টাকা বেতন দেওয়া হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা করা থাকতে হবে।

Age Limit (বয়সসীমা) :

আবেদনপ্রার্থীর(Ramkrishna Mission Recruitment 2022) বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

How to Apply (আবেদন পদ্ধতি):

  • সমস্ত পদগুলিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।

Click Here for More Details

  • আপনাকে আবেদনপত্রটি পূরণ করবেন এবং আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি যোগ করবেন।
  • সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিবেন।

Documents Require (প্রয়োজনীয় নথিপত্র):

  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. কম্পিউটার সার্টিফিকেট।
  5. কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)

Address for submission of application form (আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা) :

To, The Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt. Sponsored), Narendrapur, Kolkata – 700103, WB. 

Recruitment Agency: Ramakrishna Mission Industrial Training Centre

আরও পড়ুন : Google Internship 2022: ভারতে বিরাট কর্মসংস্থানের সৃষ্টি, সঙ্গে মোটা অঙ্কের বেতন।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles