Contents
State Bank Recruitment 2022: কয়েক হাজার অথবা কয়েকশ নয়, দেশের প্রায় লক্ষাধিক কর্মহীন যুবক যুবতীদের দেশের বিভিন্ন ব্যাংকে (State Bank Recruitment 2022) কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। চুক্তিভিত্তিকভাবে দেশের রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোতে কর্মী নিয়োগ করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কনট্র্যাক্টচুয়াল রিক্রুটমেন্ট।
রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি Recruitment সম্প্রকিত।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অনেক আগে দেশের অন্যান্য রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলো (State Bank Recruitment 2022) এই বিষয়ে অনুমোদন চেয়েছিল। কিন্তু ব্যাংকের এই সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে খারিজ করে দেয় রিজার্ভ ব্যাংক।
চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত।
- অর্থনৈতিক অবস্থার অবনতির সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কাজের চাপ। উপযুক্ত কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। জানানো হয়েছে যে খরচ কম করার জন্য স্বল্প বেতনে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করা হবে।
- ইতিমধ্যেই ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে খরচ বেড়ে যাওয়ায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের পথে যেতে বাধ্য হচ্ছেন তারা। তবে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের এই বিষয়টিকে ইতিমধ্যেই সাম্প্রতিক ভারত সরকারের অগ্নিবীর প্রকল্পের আওতায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সঙ্গে তুলনা করা হয়েছে ।
ব্যাংক কর্তৃপক্ষের সাফ যুক্তি।
ব্যাংকের কাজ অনুযায়ী কর্মী সংখ্যা কম থাকায় গ্রামীণ এলাকায় পরিষেবার ক্ষেত্রে কর্মরত কর্মীদের ওপর কাজের চাপ যেমন বাড়ছে তেমনি উপযুক্ত কর্মীর অভাবে কাজের গতিও কমেছে দ্রুত হারে। তাই দেশের গ্রামীণ শাখা গুলিতে সঠিকভাবে গ্রাহক পরিষেবা পরিচালনার জন্য অতি দ্রুত কর্মী নিয়োগের চাহিদা তৈরি হয়েছে। অনতি বিলম্বে উপযুক্ত চাহিদা অনুযায়ী কর্মী সংখ্যা পূরণ না হলে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই।
অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ।
সাম্প্রতিক ভারত সরকারের অগ্নিবীর প্রকল্পে বিগত দুই বছরের অর্থনৈতিক দৈন দশার জেরে অবশেষে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক।
গোটা দেশে বেকার সমস্যা দূর করতে ইতিমধ্যেই আকর্ষণীয় বেতনের মাধ্যমে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক দফতরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ভারতীয় নৌ বাহিনী এমনকি আধাসেনা বিভাগেও কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ভারত সরকারের তরফে।
আরও পড়ুন : Durgapur Steel Plant Recruitment 2022:দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এ প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ।