Airport Authority Recruitment : এয়ারপোর্ট অথরিটি তে কর্মী নিয়োগ!

WhatsApp Group Join Now
Google News Follow

Airport Authority Recruitment : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীরা
আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষকতা যোগ্যতা সহ সমস্ত বিস্তারিত তথ্য রইল আজকের এই
প্রতিবেদন এ।

Click here for Official Notification: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf

পদের নাম(Name of the Post) : জুনিয়র এক্সিকিউটিভ।

মোট শূন্য পদ(Number of Vacancy) : ৫৯৬ টি (UR-২৭২,EWS-৫৯,OBC-১৪৩,SC-৮৩,ST-৩৯)।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে(All posts to be appointed) :জুনিয়র এক্সিকিউটিভ(Engineering-Civil, Electrical, Electronics & Architecture)।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০শতাংশ
নাম্বার সহ ব্যাচেলার ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন ।

বয়স(Age Limit) : সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর
প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়সে হিসাব হবে ২১শে জানুয়ারি ২০২৩ অনুযায়ী।

বেতন (Salary): প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি(How to Apply) : অনলাইনে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন
করার সময় বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here for Online application : https://www.aai.aero/en/careers/recruitment

আবেদন ফি(Application Fees) : আবেদন ফ্রি বাবদ unreserved প্রার্থীদের এর ক্ষেত্রে ৩০০/- টাকা
ধার্য করা হয়েছে, এসসি(SC), এসটি(ST),পি ডব্লিউ ডি(PWD) এবং ফিমেল(Female) প্রার্থীদের এর
ক্ষেত্রে কোনোরূপ বা কোন প্রকার আবেদন ফি জমা করতে হবে না।

আবেদন শুরু এবং শেষ(Application Start Date & Last Date of application) : ২২ ডিসেম্বর ২০২২ তারিখে আবেদন শুরু এবং ২১ জানুয়ারি ২০২৩ এ আবেদনর শেষ তারিখ।

আরও পড়ুন : AAI Recruitment 2022 : AAI নিয়োগ 2022 ! জুনিয়র সহকারী, সিনিয়র সহকারী 47টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles