Post Office Group-C Recruitment : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই স্টাফ সিলেকসান কমিশনের তরফ থেকে সারা দেশ জুড়ে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৪,৫০০ শূন্যপদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সারা দেশের যে কোনো জায়গার সকল নারী পুরুষ উভয় উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
Click here for Official Notification :
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf
শূন্যপদ গুলির নাম(Name of the Vacancy):-
স্টাফ সিলেকসান কমিশনের মাধ্যমে সারা দেশ জুড়ে ৪,৫০০ শূন্যপদে যে ধরনের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলি হল-
- Lower Division Clerk/Junior Secretarial Assistant
- Data Entry Operator
Lower Division Clerk/Junior Secretarial Assistant : –
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অতি অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা অত্যন্ত জরুরি।
বয়স(Age Limit) :- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-২৭ বছরের মধ্যে। SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC রা ৫ বছর, PwD রা ১০-১৫ বছর এবং বিধবা মহিলারা ৮ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন(Salary) :- ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Data Entry Operator : –
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক।
বয়স(Age Limit) :- ১/০১/২০২২ অনুযায়ী ১৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC রা ৫ বছর, PwBD রা ১০-১৫ বছর এবং বিধবা মহিলারা ৮ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন(Salary) :- ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া(How to Apply):-
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে।
Click here for Official Website: https://ssc.nic.in/
- প্রথমে আপনার নিজের কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
Click here for 1st Time Registration : https://ssc.nic.in/Registration/Home
- রেজিস্ট্রেশন হয়ে গেলে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করুন।
- Login হয়ে গেলে অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন window open হবে সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বাবা মায়ের নাম, আধার নম্বর ইত্যাদি টাইপ করে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে সাদা কাগজে করে রাখা একটি সিগনেচার,মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট ও অন্যান্য সব ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
- সবশেষে আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা অনলাইনে পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents):-
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
- আধার/ভোটার/প্যান কার্ড।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
- এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
পরীক্ষার স্থান(Examination Place):-
আবেদনকারী প্রার্থীদের Tier-I ও Tier-II এর পরীক্ষার যে যে জায়গায় সিট পড়বে সেগুলি হল- কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, কল্যানী, শিলিগুড়ি ও আসানসোল।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application):-
এখানে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৪/০১/২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
আরও পড়ুন : Post Office Recruitment 2022 : পোস্ট অফিসে ৬০,৫৪৪টি শূন্য পদে নিয়োগ ২০২২!