India Post Recruitment 2023 : ভারতীয় পোস্ট দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট (Indian Post) ভারতীয় নাগরিকদের জন্য শূন্য পদে গ্রুপ-C নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । গ্রুপ সি পদে এখানে কর্মী নিয়োগ করা হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1sBXagdBzg05FyoiI4Tloho62L8mNVwMV/view?usp=share_link
যে পদে নিয়োগ হবে(The position to be appointed) : স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver- Ordinary Grade)।
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) : মোট 58 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে UR 38, SC 7, OBC 10 এবং EWS 3 টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :
আবেদনের জন্য প্রার্থীদের-
- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- হেভি ও লাইট মোটর ভেইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।
- হেভি ও লাইট মোটর ভেইকেলের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে অন্তত তিন বছরের জন্য।
বয়সসীমা(Age Limit) : বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST রা 5 বছরের এবং OBC রা 3 বছরের ছাড় পাবেন।
বেতন(Salary): মাসিক বেতন 19,900/- টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ বেতন 63,200/- টাকা অব্দি দেওয়া হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া(Candidate selection process) : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। মোট 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের সময়সীমা(Application deadline) : আগামী 31/03/2023 তারিখের মধ্যে প্রার্থীকে আবেদন করে ফেলতে হবে।
আবেদন প্রক্রিয়া(Application Process) :
- অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্য প্রথমেই ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/ ভিজিট করুন। এরপর অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
Click here for Official Website : https://www.indiapost.gov.in/
- নোটিফিকেশনের 4 নম্বর পাতায় আবেদনপত্রটি দেওয়া আছে, এটি A4 পেপারে প্রিন্ট করিয়ে নিন।
- আবেদনপত্রটি যথাযথভাবে নিজের ডিটেইলস দিয়ে ভর্তি করুন ডট পেন দিয়ে। সাথে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট যুক্ত করে দিন। সাথে জুড়ে দেবেন একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। সব শেষে একটি খামে ঢুকিয়ে মুখবন্ধ করে তা পোস্ট করে দিন নিচের ঠিকানায়।
আবেদন মূল্য(Application fee) : আবেদন করার জন্য এখানে কেবলমাত্র UR পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। এটি চেকের মাধ্যমে দিতে হবে। অন্যান্য প্রার্থীদের টাকা দিতে হবে না।
নিয়োগের স্থান(Place of employment) : দক্ষিণ ভারতের তামিলনাড়ু সার্কেলের বিভিন্ন শহরে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আরও পড়ুন : Post Office Group-C Recruitment : ভারতীয় ডাকবিভাগে ১ লক্ষ শূন্যপদে গ্ৰুপ সি কর্মী নিয়োগ !