Constable Recruitment 2023 : 9212 শূন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ।বেতন 21,700 টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Constable Recruitment 2023 :  কনস্টেবল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 9 হাজারেরও বেশি শূন্যপদে নেওয়া হবে কর্মী । মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।

Click here for Official Notification: https://drive.google.com/file/d/1Bse12CjRdELls__I5gufHdtoSswJbm65/view?usp=share_link

পদের নাম(Name of the Post): কনস্টেবল পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান ক্ষেত্রে নেওয়া হবে এই কনস্টেবল।

Amendments Notification : https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/AMENDMENTS/263_1/1_150032023.pdf

শূন্যপদ(Number of Vacancy) : সর্বমোট 9212 টি শূন্যপদে নেওয়া হবে কর্মী। এখানে পুরুষদের জন্য শূন্যপদ রয়েছে 9105 টি এবং মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে 107 টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিত রাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা(Age Limit) : সর্বনিম্ন 18 বছর বয়স হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 27 বছর বয়স হলে আবেদন যোগ্য।

রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছর এর ছাড় দেওয়া হয়েছে।

বেতন(Salary) : সর্বনিম্ন 21,700/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 69,100/- টাকা হতে পারে।

আবেদন পদ্ধতি(Application Process) :  অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে বিস্তারিত ধাপ আলোচনা করা হয়েছে।

  • প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
  • নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
  • নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন আবেদনের ক্ষেত্রে।
  • নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
  • যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা(Last Date Application) : আগামী 25 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো।

আরও পড়ুন : CRPF Constable GD Recruitment 2022 : CRPF এ কনস্টেবল জিডি(GD) পদে কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles