Asha Kormi Recruitment : রাজ্যে আশা কর্মী নিয়োগ ! আবেদন চলবে ১৬ জুন পর্যন্ত !

Join Our WhatsApp Group For New Update

Asha Kormi Recruitment : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এবারও জেলা স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।

Click here for More Details Regarding Recruitment of Nadia District : https://nadia.gov.in/notice_category/recruitment/

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1mXh1nY1uqfK0_kziQpgqI6lGYsgZB0Z8/view?usp=sharing

Employment No. – ৯৪৮/চাকদহ ব্লক/আশা/কল্যাণী

পদের নাম(Name of the Post) – ASHA Worker

মোট শূন্যপদ(Total Number of Vacancy)  – ১৮ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)  – মাধ্যমিক পাশ মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের এবং গ্রামের বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন(Monthly Salary) – মাসিক বেতন ৫,৫০০/- টাকা।

বয়সসীমা(Age Limit) –আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর বয়স থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি(Application Procedure)

  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নদীয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (nadia.gov.in) থেকে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।

Click here for Official Website : nadia.gov.in

Click here for application Form  : https://drive.google.com/file/d/1TU6vLBzAOB_CnDVnuY-molL3Kb5zyoWv/view?usp=sharing

  • এরপর যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে প্রার্থীকে নিজের ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে সেটি জমা দিতে হবে।

আরও পড়ুন : SECR Recruitment 2023 : রেলওয়ে নিয়োগ 2023 ! ITI (মোট 1033টি শূন্যপদ) এর জন্য আবেদন করুন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles