NTPC Group – C Recruitment : NTPC তে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

NTPC Group – C Recruitment : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফে বিভিন্ন গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ । আবেদন করতে পারবে সারা দেশের প্রত্যেক রাজ্যের মানুষেরা। যে সকল প্রার্থী এ পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে আবেদন প্রক্রিয়ার সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1l5NgzcuFMeSgrUhbbgil9zo_FRuupGLO/view?usp=sharing

নিয়োগ কারী সংস্থা(Recruiting Organization) : কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম(Name of the Post) :

  • Electronical Engineer.
  • Electronics Engineer.
  • Instrumentation Engineer.
  • Mechanical Engineer.

শূন্য পদ (Number of Vacancy) : মোট ৩০০ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):উপরিউক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তাই আপনারা অবশ্যই অফিশিয়াল নোটিশ টা একটু চেক করে দেখবেন সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে।

বয়স(Age Limit) : আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে । এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

বেতন(Salary) : প্রতি মাসে বেতন দেয়া হবে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের পদ রয়েছে তাই পদ অনুযায়ী প্রতিটি পদের জন্য পর্যাপ্ত পরিমাণে বেতন দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে careers.ntpc.co.in ভিজিট করুন।

Click here official Website : careers.ntpc.co.in 

  • তারপর রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

Click here for Registration : https://careers.ntpc.co.in/recruitment/register.php

  • রেজিস্ট্রেশন কমপ্লিট হলে লগইন করে এপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে নিতে হবে। তারপর প্রয়োজনে ডকুমেন্ট ফিলাপ হয়ে গেলে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

Click here for Login : https://careers.ntpc.co.in/recruitment/login.php

  • সবশেষে সাবমিট করে দিতে হবে ফরমটি তারপর প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন মূল্য(Application Fees) : আবেদন মূল্য হচ্ছে ৩০০ টাকা ‌। এক্ষেত্রে মহিলা প্রার্থীদের ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বা প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট(Required Documents) : 

  • বয়সের প্রমাণপত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • আধার কার্ড ও ভোটার কার্ড‌ ।
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।

নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure) : প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে তারপর ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করব।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ(Important Date of Application) : নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯/০৫/২০২৩ তারিখ। আর আবেদন প্রক্রিয়া চলবে ০২/০৬/২০২৩ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : Asha Kormi Recruitment : রাজ্যে আশা কর্মী নিয়োগ ! আবেদন চলবে ১৬ জুন পর্যন্ত !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles